বিষয়বস্তুতে চলুন

পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ; বাজিয়ে যাব মল רג ক্সায় আয় সই, জল আনিগে, জল আনিগে চল । নির্ম্মল। গহন গায়ে, আলতা পায়ে, কল্কাদার আঁচল । টিমে চালে, তালে তালে, বাজিয়ে যাব মল । আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল ॥ অমলা যত ছেলে, খেলা ফেলে, ফিরচে দলে দল। কত বুড়ী, জুজুবুড়ী ধরবে কত জল, আমরা মুচকে হেসে, বিনোদ বেশে বাজিয়ে যাব মল। আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল ৷ झूहे छह्न আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল । বালিকাসিঞ্চিতরসে, এ জীবন কিছু শীতল হইল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি, দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্ম্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, “ও ছাই গান আবার ই করিয়া শুনচ কেন ? আমি বলিলাম, “ক্ষতি কি ?” বস্তুজপত্নী। ছুড়ীদের মরণ আর কি ? মল বাজানর আবার গান। ●