পাতা:ঈশাচরিতামৃত.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত । ৬৩ একত্রিত করবে। তোমর। ভূম্বর বৃক্ষের শাখায় যখন নবীন পল্লব দেখ তখন বুধিতে পার যে গ্রীষ্মকাল নিকটবর্তী, তেমনি ঐ সকল চিহ্ন দেখি, লেই মনে করিও ষে সময় ভাগত, এমন কি দ্বারদেশে জাসিয়া সমাগত। अभि नऊाई लिएडझि, ४३ वर्डशांम शश्न शांकिएङ थांकिएउहै ७ जमख घाँः:व । वर्ष aवः शृश्रौि शनि क्षश्न श्छ, उथानि जांनात्र कथांब्र भनाशा ছইবে না। কিন্তু গে দিন এখং ক্ষণ কোন মনুষ্য অবগত মহে । নোয়ার সময়ে যেরূপ হইয়াছিল জবিকল সেইরূপ হইবে। ক্ষেত্রে দুই জন কাজ করিঙেছিল, তাহাদের এক জনকে লগুয়া হইবে অন্য পড়ির থাকিবে। ছুইটী নারী র্যাত খুৱাইতেছিল, তাহাদের এক জনকে লণ্ডয়া হইবে অপর পড়িয়া থাকিবে। এই প্রকার সমস্ত সে দিনের ব্যাপার। অতএব তোমরা জাগিয়া থাক, কারণ জাম না যে ঠিকৃ কোন সময়ে তোমাদের প্রভু জালিবেন । তোমরা কটিবন্ধনপূর্বক দীপ জলিয়। বিশ্বাসী ভূভোর ম্যায় আপন প্রভূর আগমন প্রতীক্ষণ কর। প্ৰভু বিবাহের নিমন্ত্রণে গিয়াছেন, যখন তিনি আসিয়া দ্বারে আঘাত করিবেন ভূত্যের তদণ্ডে অমনি দ্বার উন্মোচন করিয়া দিবে। ধন্য সেই ভূত্যেরা বাহাদিগকে প্রভু আসিয়া জাগ্ৰং দেখেন। নিশ্চয় তিনি তাহাদিগের Cलद। कत्रिन । उिनि दिउँौश ७श१ फूडौग्न शाएश अनिम्ना शनि बैङ्को দেখিতে পান, তাহা হইলে সে ভূত্যের ধন্যবাদার্থ। কিন্তু ইহ জানিবে, গৃহস্বামী যদি অবগত থাকেন যে কোন সময় গুহে চোর প্রবেশ করিবে, তাহা হইলে তিনি জাগিয়া বসিয়া থাকিবেন, সুতরাং উহার ঘরে কোন চোর প্রবেশ করিতে পারিবে না। তেমনি তোমরাও প্রস্তুত হইয়া থাক, কেন মা যে সময় হয়তো তোমরা আশা কর নাই মনুষ্যপুত্র সেই সময়েই আসিয়া উপস্থিত হইবেম” । পিটার জিজ্ঞাসা করিলেন “প্ৰভু, এ গল্প কি আমাদের জন্য বলা হইল ?” যিশু উত্তর দিলেন, “বিশ্বাসী স্ববোধ ভূত্য ভবে কে যাহাকে প্ৰভু ংসারের কর্তৃত্ব পদে ধরণ করিয়া যথাকালে আহার্ষ্য বস্তু দিবেন ? ধন্য সেই ভূত্য প্রভু আসিয়া যাহাকে কর্তব্য কৰ্ম্মে নিযুক্ত দেখেন । যথার্থ বলিতেছি, তাহার হস্তে তিনি সমস্ত বিষয়ের ভার অর্পণ করিবেন । কিন্তু