পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t vঈশ্বরচন্দ্র গুপ্তেরঞ্জস্থাবলা । 0 و ইগোপাল পক্ষ হয়ে পক্ষ লক্ষ করি। করিল বিপক্ষ জয় এক পক্ষ ধঙ্গি ॥ এক পক্ষ ছুটী পেয়ে দূরে গেল ধৰি । শুক্ল পক্ষে কৃষ্ণ পক্ষ কৃষ্ণ পক্ষে শাজা ॥ আশার অপ্তাপ্ত লাভ এমন কি হয়। হয় নাই হইবে না হইবার নয় ॥ আশীৰ্ব্বাদ কোরে সবে মুক্তমুখে কর। জয় জয় জয় রাম গোপালের জয় ॥ ஆ_. হেমন্তে বিবিধ ৰাজ্য শরদের রাজ্য লয়ে ছিম মছাশয় । কু-আশার ধ্বজ তুলে করিলেন জয় ॥ উত্তরীয় বায়ু অশ্বে কৱি আরোহণ । অধিকার করিল গগন-সিংহাসন ॥ রজনীর পরিমাণ বৃদ্ধি করে জত্তি। দিন দিন দীন দিন, দীন নিপতি ॥ বৃশ্চিকের দস্তাঘাতে হয়ে জরজর। শাক্তভয়ে অগ্নিকোণে গেল দিবাৰুর ॥ হিমের প্রভায় হেরি ভাস্করের দুঃখ । "নলিনী মলিনী হয়ে লুকাইল মুখ। তুষারে তুষারকর কর গুপ্ত করে। কুমুদিনী সরোবরে অভিমানে মরে ॥ স্বজাতীয় বিজাতীয় শব্দ কৰি কাক । শিশিরের শুভ হেতু বাজাতেছে ঢাক । কিছুমাত্র দুঃখ নাই মগ্ন সদা মুখে। খাছমুখে সুখী হয়ে বাদ্য করে মুখে ॥ দ্বিজদল নিজদলে পক্ষ পক্ষ ধরি। লক্ষ্য করি বসে এসে বৃক্ষ পরিষ্করি । শূন্তচর সহচর সহ চরে চরে। নানা সুরে গান গায় স্বভাবের স্বরে ॥ রাজদণ্ডে ভয় নাই লয়ে সহচরী। চষ্ণু পূরে শস্ত থার দর্যবৃত্তি করি। । * কিছুমাত্র চিন্তা নাই আশা পূরে খায়।


-trata statuta sta u 母

st স্বভাবে অভাৰ নাই পূর্ণ ফুলে ফলে। পুলকে পুঁৱিত সব নিজ নিজ দলে ॥ পেয়ে শীত বিকশিত বাকসের ফুল। মধুপানে হরষিত বিহঙ্গের কুল। পরম্পর লাগে যদি বিবাদের চোট । শালিক মধ্যস্থ হয়ে ভেঙ্গে দেয় ঘোট ৷ দেখ দেখ ৰিহঙ্গম কিরূপ প্রকার। শিশিরে কি মুখে করে আহার বিহার ক্ষেতে পড়ে থেণ্ডে পায় কত স্থায় সুখ সদাই স্বাধীন হয়ে করে দূর দুঃখ ॥ অভিমানে অহঙ্কারে না হয় পতন । প্রকৃতির গুণে করে সুকৃতি-সাধন ॥ পার্থী, পশু, কীট আদি মত যত প্রাণী মানুষের চেয়ে সবে ভালবোলে জানি ॥ বড় বোলে অভিমান কিসে করে নর ? নানারূপ দুঃখ আর মনের ভিতর ॥ একেতে অভাব তায়.রিপু বলৰান্‌ ! কেমনে হইবে তার প্রাণীর প্রধান ? স্বভাবে শোভিত সব অনুকূল ধাতা। নানা শস্ত পরিপূর্ণ বসুমতী মাত ॥ ব্রীহুিবুহ পরিপক্ক হরিৎ আকার। হেঁটমুণে অবনীরে করে নমস্কার ॥ সকল শরীরে শোভে নিশির শিশির ঋষির জটায় যেন মন্দাকিনী-নীর ॥ প্রভাতে পবন চারু চামর চুলায়। প্রকৃতির ভাবভরে মন্তক দুলীয় ॥ ফুর কুর বাজে বাদ্য বুঝি অমুকবে। ঈশ্বরের গুণ গায় কুর কুর রবে। - কৃষকের মহানন্দ আশার মুসার। শস্ত শিরে দৃপ্ত ভাল উষার তুষার ॥ বর্ষ যায় হর্ষ তায়, পরিপূর্ণ আশা। ক্ষেত্র প্রতি নেত্রপাত মুখে করে চাষ । জীবের জীবিকা দিয়া রক্ষা করে অল্প । ” রত্নগর্ত বসুমতী শস্ত তায় বশ্ন ॥ "