পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ზ¢ჯ জলিবে মনের ঘরে আলাদের আলো। একে একে দেখা যাবে ৰেখানে যা ভালো । নব নব বিলোকনে ঘুচিবে বিলাপ। সকলের সহ হবে মুখের আলাপ ॥ কে ক্রবাসী কে নিবাসী রবে না প্রভেদ। পরস্পর আলাপনে দূর হবে খেদ । যুত্রিদের হবে কত তীর্থ দরশন। ভ্রামকের নানা দেশ হইবে ভ্রমণ ॥} ছাত্রের হইবে নানা ভাষায় চালনা। যেখানে সেখানে হবে বিদ্যার সাধন। ৰণিকের বাণিজ্যের বিশেষ কুশল । সহজেই হবে সব মানস সফল। এ দেশ ও দেশ হবে সমুদয় হাতে। স্থলভ হইবে তাহ প্রয়োজন যাতে ॥ কোনরূপ সাধ্য আর রবেনাকে আটকা । কাবেলের মেয়া যত খেতে পাবে টাটকা ॥ হিন্দু হয়ে কাশী-মৃত্যু ইচ্ছা আছে যার। স্থ্য গিয়া করিবেন উপায় তাহার। স্বাভাবিব তা করিব হবে যোগাযোগ। স্বপ্ন-মুখ ভোগ সম, মুখের সম্ভোগ ॥: এ বিচিত্র বাষ্প-রথে ষে জন চড়েছে। সবিশেষ গুণ তার সে জন জেনেছে। পাখীর পাখায় বল কত বল অাছে। দেখিয়া কলের গাড়ী হারি মানিয়াছে। যে দেখেছে সেই মরে ভাবিয়া ভাবিয়া । করেছে এরূপ কল কিরূপ করিয়া ? দুরবাসী আছে সব অবাক হইয়া । যে শুনিছে সে বলিছে দেবতার ক্রিয়া ॥ এমন অপূৰ্ব্ব কভু দেখি নাই আগে। মোহিত হয়েছে মন নব অমুয়াগে ॥ । পুরাণেতে লেখা আছে নলের ব্যাপার। অতি অপরূপ গতি ছিল নাকি তার ॥ চোখে কিছু দেখি নাই শুনি শুধু কাণে। সম্ভব হইতে পারে এ সব প্রমাণে | i S C C S ke ee S S BBBS S S বলী

নব পথ নুব রং, এই স্মৃষ্টি বার। কৃপা করি লোন তিনি প্রণাম আমার u । घड़ी। স্থির-চোখে ধীরমনে যে দেখিবে ঘড়ী। সে বলিরে অবিকল ঈশ্বরের ঘড়ী ॥ এক কলে ঠিক চলে বিরূপ না হয়। প্রতিক্ষণে করিতেছে কালের নির্ণয়। ७द झुद्दे झुन्%न् क्षनि बांश श्ख्न । কাল-পরিচয় সে যে কালপরিচয় ॥ এক দুই তিন করি একে আসে ফিরে । এক দুই তিন করি ফিরে ষায় ফিরে ॥ প্রাণীর সহিত ঠিক তুলনা তাহার। বিকল হইলে কাটা চলেনাকে আর । গুণে জ্ঞানে যে করেছে ঘটিকার স্বজন। কখনই নহে সেই লোক সাধারণ । , কোথায় আছেন তিনি ভূলোক ছাড়িয়া । উদ্দেশে প্রণাম করি দেবতা বলিয়া । সৌহার্দ। অমিয়া ছানিয়া বুঝি রসময় বিধি । নিরমিল অপরূপ প্রেমরূপ নিধি ॥, সেই নিধি-নিলয়ে খেলয়ে এক মীন। অপাঙ্গ ভঙ্গিমভরে রহে রাত্রি দিন ॥ বন্ধুত্ব নামেতে মাহে কহে কবিগণ । অখণ্ড আনন্দ ৰাহে লভে ত্রিভুবন । এমন মুখের রস, আর বুঝি নাই । মধুর বন্ধুত্ব-গুণে বলিহারি যাই ৷ অসার সংসারে সার বন্ধুর প্রণয় । ৰাহীতে সরল করে পাষাণ হৃদয়। পশুর চরিত্র ফেরে মিত্রতার বশে । রসভয় নানা কাৰ্য্য এই গ্রেমরলে ৷ * স্বাবে নিয়মিত রাম বে। . দশগ্ৰীবে বধিলেন ধরি ধমুঃশর ॥