পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS, "ঈশ্বরচন্দ্রগুপ্তের গ্রন্থাবলী । , f সহজে কি প্রেম, কোরে, তারে পরি বোকা । জ্ঞানীগুণে ঝাপ দের, দুরে যাক ধোকা । চিরকাল এক ভাব, বুড়া হয়ে খোকা । এখনি পুড়িয়া মর, হয়ে প্রেম-পোকা । ঘরে থরে ফের যদি, ঘরছাড়া হয়ে । ঘর ছেড়ে কিবা কাজ, থাক ঘর লয়ে ॥ পেট নিয়ে দ্বারে দ্বারে, যদি গুণ হাপু । এমন,সন্ন্যাসে তোর, ফল কি রে বাপু ? ঘর ছেড়ে ঘরে ঘরে, না ফিরিতে হয়। তবে বাপু, ঘর ছাড়া, অনুচিত নয় । বসে থাকে এক ঠাই, নীরব হইয়া । চেচায়ে না করে কাছে, পেটে হাত দিয়ে। কদিন বঁচিবে আর, কদিন বাঢ়িবে ? এ ভাবে কদিন, মুর জীবন যাপিবে ? কদিন ধরিবে ক্ষার দেহের এ বল ? কদিন চলিবে আর দেহের এ কল ? কদিন ইন্দ্রিয়গণ ববে আর বশ ? কদিন করিবে ভোগ, বিষয়েব রস ? জীবন জীবনবিম্ব, স্থায়ী কভু নয়। নিখুঁসে বিশ্বাস নাই, কখন কি হয়। শতবর্ষ পরমায়ু, লিপি বিধাতার । রজনী হরপ করে, অৰ্দ্ধভাগ তার ॥ বাল্য, বেগ, জরা, দুঃখ, বিষম জঞ্জাল । বিফলে বিনাশ হয়, তার অৰ্দ্ধকাল ৷ তথাপিও অবশিষ্ট, অল্পকাল যাহা । কলহ দম্পতি-সুখে নষ্ট হয় তাহা । তথাপি কিঞ্চিৎকাল, বাকি যাহা হয় । দলাদলি নিন্দবালে, করে তাহ স্বীয় { অহরহ পাপপথে, চলে, দেহ-রথ । ভূমেও ভাবে ন জীব, পরামর্থ-পদ। গত কাল পুন কিছু, আসিবে না আর । আসিছে যে কাল, তাহ স্থিত থাকে কার? বর্তমান কাল শুধু, হিতকর হয়। করিতে উচিন্ত যাহা, কর এ সময় ॥ কেন আর কাল কাট, হেলায় হেলায়। জীবন করিছ,শেষ, থেলায় খেলায় ॥ আর কত ঘুরিবে হে, মেলায় মেলায়। এই বেলা পথ দেখ, বেলায় বেলায় ॥ " ভূতে করে হাড় গুড়া, ੀੜ ঢেলায়। জান না কি যাবে প্রাণ, কালের ঠেলায় ? মুক্তি মুক্তি করি সদা, যত নারী নরে। কথায় বসায়ে হাট, কেনা-বেচা করে। কেহ বেচে কেহ কেনে, কেহ করে দান । সকলেই শুনিতেছে কারো নাহি কাণ ॥ সকলেই দেখিতেছে চক্ষু কারো নাই। কোথা যুক্তি কোথা মুক্তি, ভাবি আমি তাই প্রকৃতি প্রকৃতি পেলে, আকৃতির নাশ। পাচে পাচ মিশাইয়া, হয় অপ্রকাশ ॥ অবিনাশী আত্মা, এক স্বভাবেই রত্ন । বল তবে এ জগতে, মুক্তি কার ुद्र 1 বিভুর পূজা ! জয় জয় জগদীশ, জগতের সার । সকলি অসার আর, সকলি অসার । ইচ্ছায় করিয়া স্বষ্টি, বিবিধ প্রকার। ইচ্ছায় করিছ পুন, সকল সংস্থার ॥ ইচ্ছাময় ইচ্ছা তব কে বলিতে পারে। বর্ণহারে বর্ণিবারে, সদা বর্ণ হবে । " দেখে তব অসম্ভব, এ ভব-বিভব । যেরূপে যে ব্যাখ্যা করে, সকলি সম্ভব । শিব রূপ, সৰ্ব্বঞ্জাব, সৰ্ব্বমূলাধারণ অস্থিারূপে বিরাজিত, দেহ সবাকার । কত লমে ভ্রমে জীব, তোমার উদ্দেশে। মিছে চেষ্টা মৃগতৃষ্ণ, গ্র যায় শেষে। সিন্ধুভরা আছে সুধা, বিন্দু নাছি চায়। বিষ খেতে বিষধরী, ধরিৰারে যায়। অমূল্য রতন কয়ে, না করে যতব। কাচের কারণে করে, শরীরপতন ॥