পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै ० উপদেশ । কিন্তু তাহাদিগের চরিত্র এমনি অগ্নিময় দৃষ্টান্ত, এমনি শাণিত অস্ত্র, জীবন এমনি তেজঃপুঞ্জ যে, তাহাদিগকে দেখিয়া চারিদিকের লোক মাতিয়া উঠে। স্বর্গের যুদ্ধ পৃথিবীতে আরম্ভ হইলে আর কি রক্ষা আছে ? যে ব্রাহ্ম যোদ্ধা নয়, সে ব্রাহ্মসমাজ ছাড়িয়া চলিয়া যাক। ব্রাহ্মসমাজ তাহাকে চান না। যে ভীরু আপনার ঘরে দ্বার বদ্ধ করিয়া ইন্দ্রিয় ভোজন করিবে, আর স্ত্রীপুত্রকে চৰ্ব্বণ করিবে, তাহাদিগের অস্থি মাংস অপবিত্র করিবে, সেই ব্রাহ্মকে লইয়া ব্রাহ্মসমাজ কি করিবে ? এই যে চারিদিকে সন্দেহ, অবিশ্বাস, অভক্তির মহাপাতক সকল হইতেছে, ব্রাহ্মগণ, তোমরা যদি এ সকল পাপের বিরুদ্ধে সংগ্রাম না কর, তবে পৃথিবীর কি গতি হইবে ? এই যে ধৰ্ম্মের প্রতি পৃথিবীর ভয়ানক ভ্ৰকুট এবং ঘোরতর আক্রমণ, এই যে বিদ্বান, সভ্য, বন্ধু বান্ধব, জ্ঞাতি কুটুম্ব সকলেই ধৰ্ম্মের বিপক্ষ হইল, এ সকল দেখিয়া কি তোমরা রণক্ষেত্র হইতে পৃষ্ঠ ভঙ্গ দিবে ? যাহার এই যুদ্ধে প্রাণদান করিবেন তাহারা ধন্ত, তাহারা পুষ্পরথে স্বর্গে চলিয়া যাইবেন। যাহারা সত্যের নিশান হাতে লইয়া, ধৰ্ম্মের নিশান হাতে লইয়া, অনেক জাতিকে জয় করিয়াছেন, অনেক অবিশ্বাসীকে করতলস্থ করিয়াছেন, র্তাহারা সামান্ত লোক নহেন। স্বর্গের বল ভিন্ন মনুষ্য কি কখনও এ সকল ব্যাপার করিতে পারে ? হে ব্ৰাহ্ম, তোমরাও স্বর্গের বল, পরলোকের বলে বলী হইয়া যুদ্ধে জয় লাভ করিবে। পরলোকগতদিগকে যে তোমরা ভাল বাসিয়াছ, তাহারা কি তোমাদিগের প্রতি অকৃতজ্ঞ হইতে পারেন? তোমরা যে র্তাহাদিগকে গুরু বলিয়া মানিয়াছ, প্রাণসখী বলিয়া ভাল বাসিয়াছ যথা সময়ে তোমরা ইহার ফল পাইবেই পাইবে। র্তাহারা যে নাম কীৰ্ত্তন করিতেন, তোমরাও সেই নাম গান করিতেছ ; তাহারা যেমন ধ্যানমগ্ন হইয়া যোগানন্দরস পান করিতেন, তোমরাও সেইরূপ ধ্যান করিতে আরম্ভ