পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইহকাল ও পরকাল । 为°C তেছ, কিন্তু সেখানে স্পষ্টরূপে অনুভব করিবে। যেমন তিনি তোমাকে স্পষ্ট দেখিতেছেন, তেমনি স্পষ্টরূপে তুমি তাহাকে দেখিতে পাইবে। স্বৰ্য্যের জলন্ত মুখ যেমন প্রতীয়মান হয়, তদপেক্ষ অধিকতর কান্তির সহিত পিতার মুর্থ সন্তানের সম্মুখে প্রকাশিত হইবে। যাহার চরণ সম্ভোগ করিবার জন্য এত ব্যাকুল-নয়নে দেখিতেছ, অনন্তকালের জন্য তাহার শীতল আশ্রয় লাভ করিবে। কোন ভয়, কোন তুর্গতি থাকিবে না । মঙ্গলের পর মঙ্গল অজস্ররূপে তোমার উপর বর্ষিত হইবে। কিন্তু হৃদয় বলে, আমি কিরূপে পৃথিবীকে পরিত্যাগ করিব ; হৃদয় বিদীর্ণ হয় যখন মনে করি যে, সকলকে ছাড়িয়া শ্মশানে শব হইয়া পড়িয়া থাকিব। প্রিয়তম হৃদয়ের বন্ধু, প্রাণসম প্রিয় বন্ধু, আর কখন তাহাদের সঙ্গে দেখা হইবে না। এই জগতের উন্নতি আলোক আনন্দ সকলই ছাড়িতে হইবে। হে ঈশ্বরের ভৃত্য, এত অধীর কেন ? বল দেখি কাহার হস্তে এই জগৎ । বল তোমাকে পরিবারের মধ্যে কে সুখে অবস্থাপিত করিয়াছিলেন ? তুমি যে বন্ধুদিগের সহিত সাক্ষাৎ হইবে না বলিয়া কাতর হইতেছ, তাহদের অপেক্ষ প্রিয়তর বন্ধু আছেন, তাহাকে লাভ করিতে কি তোমার ইচ্ছা হয় না ? আরও বিবেচনা কর, হয়তঃ তোমার মাতা পিতা, কিম্বা স্ত্রী পরলোকে গিয়াছেন। প্রথমে যখন তাহাদিগের মৃত্যু হইল, শোকে কত অস্থির হইয়াছিলে, স্মরণ আছে? মনে হইয়াছিল, চিরদিনের জগৎ শূন্ত হইল, আর কখন সুখী হইতে পারিব না। এখন কি আর তাহাদের বিয়োগ-যন্ত্রণ তত অসহ বোধ হয় ? এই যে তোমার মুখ আবার আনন্দে পূর্ণ হইয়াছে। নূতন আত্মীয়, নূতন আমোদ, নূতন আশা, নুতন কাৰ্য্যভার পাইয়া সে পুরাতন শোকাবেগ সংবরণ করিয়াছ। ভাল জিজ্ঞাসা করি, যদি পরমেশ্বরের ক্রোড় পাও, তাহ হইলে অবশিষ্ট শোক