পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ビ উপদেশ । প্রত্যেক মানুষের যত্ন চেষ্টার আবগুক, মণ্ডলীর সর্বাঙ্গীন কল্যাণ ও পবিত্রতা সাধন জন্যও তেমনি মণ্ডলীস্থ প্রত্যেকের যত্ন, চেষ্টা ও আগ্ৰহ প্রয়োজন । তোমার একজনের জীবনের কল্যাণ সাধন , জন্য যদি এত আয়াস স্বীকার প্রয়োজন হয়, তবে একটী প্রকাও ধৰ্ম্মমণ্ডলীর কল্যাণের বিষয় ভাবিতে আরও কতগুণে অধিক যত্ন আবশু্যক, ভাবিয়া দেখ । মণ্ডলীস্থ প্রত্যেক ব্যক্তির পরস্পরের সঙ্গে অতি গভীর সম্পর্ক এবং পরস্পরের প্রতি দায়িত্ব অতি গুরুতর । একজনের উন্নতি অবন তর সঙ্গে শত জনের উন্নতি অবনতির মূল সংযুক্ত । শত শত জনের জীবনের শক্তি ও পবিত্রতা দ্বারা প্রত্যেক জন উন্নত ও শক্তিসম্পন্ন। এই উপসনাতে যদি তোমরা সকলে না আস, তবে এক জন কি করিতে পারে ? আবার তোমরা যদি সরল ভাবে, প্রাণের আগ্রহে উপাসনাতে যোগদান না কর, ভাবের ঘরে চুরি কর, ধ্যানের ঘরে তন্দ্র ভোগ কর, প্রার্থনার দ্বার কপটতার জালে আবৃত রাখ, তবে তোমাদের লইয়াই বা কি হইবে ? মনের অভিপ্রায়, আগ্রহ, বাক্য ও কাৰ্য্য এক না হইলে তেমন কোন একটা জীবন প্রস্তুত হয় না । তেমনি মণ্ডলী সম্বন্ধে অভিপ্রায়, আগ্রহ, পত্যেকের বাক্য ও কার্য্য যতক্ষণ না এক ভাব ধারণ করিবে, ততক্ষণ মণ্ডলীর শক্তিসম্পন্ন জীবন গঠিত হইবে না। প্রত্যেক মানুষের জীবন প্রস্তুত করিবার জন্য উহার উপাদান সমস্ত মধ্যে পবিত্রতা যেমন সৰ্ব্বাপেক্ষা প্রয়োজনীয়, মণ্ডলীর জীবনেও পবিত্ৰত তেমনি সৰ্ব্বোপরি প্রয়োজনীয় । যেখানে সামান্ত অপবিত্রত ও বিদ্যমান, সেখানে । সিদ্ধিলাভের কোন সম্ভাবনা নাই । অতএব সৰ্ব্বাগ্রে ম গুলীর পবিত্রত রক্ষার জন্য তোমরা যত্নবান হও । প্রত্যেকের নিজ নিজ জীবনের পবিত্রতা ও সমবেত মণ্ডলীর পবিত্রতা যদি পূর্ণভাবে রক্ষিত হয়, তবে