পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ゲ '...} উপদেশ । করিতে পারা যায়। . প্রেমের দ্বারা এক ইহুদী সন্তান সমস্ত পৃথিবীকে বক্ষে করিয়াছিলেন। পূৰ্ব্বে বলিয়াছি, কেহ কাহারও নহে। মাতা পিতা, স্ত্রী স্বামী সন্তান ও বন্ধুর সম্পর্ক পৰ্য্যন্ত পরিত্যাগ করিতে বলিয়াছি। বাস্তবিক যখন শ্মশানের জলস্ত আগুনে আচ্ছন্ন মানুষকে দর্শন কর, তখন প্রেমের বিচিত্র অভিনয় কি আর তাবিতে অবসর পাও ? কিন্তু প্রেম মানুষের প্রকৃতিতে নিহিত, কেহ কাহারও নহে, তথাপি কেহ কেবল আপনার জন্য জীবন পায় নাই। সকলেই পরের জন্ত জীবন লাভ করিয়াছে। নিজ জীবনের বিবিধ কৰ্ত্তব্য দিয়া পরকে ভালবাসিতে ও সেবা করিতে মামুষের মধ্যে প্রেমবস্তু বর্তমান । প্রেমময় ঈশ্বর অনন্ত প্রেমে জীবন স্বজন ও প্রতিপালন করেন। মানুষকে প্রেম দিয়া পরস্পরকে ভালবাসিতে এবং প্রেমভক্তিতে ঈশ্বরকে পূজা করিতে মানুষের প্রতি আদেশ । প্রেম যেন মায়ার নিগড় প্রস্তুত না করে। নিঃস্বার্থ প্রেমে ঈশ৷ যে পরিবার রচনা করিলেন, সেই পরি বারের জন্য সকলের প্রেম অগ্রসর হউক । - আর একটা কথা, আমি আনন্দে জন্মগ্রহণ করিয়াছি, আনন্দে চলিয়া যাইব । আনন্দপূর্ণ এই পৃথিবী, প্রভাত হইতে না হইতে প্রকৃতি আনন্দে হাসিয়া উঠে, কত পার্থী আনন্দে সঙ্গীত করে, কত । পদ্ম ফুটিয়া সরোবরকে শোভিত করে, কত কত কুসুমের হাসিতে উদ্যান হাস্যময়। শ্মশানের অগ্নিতে নিক্ষিপ্ত পতির অভাব ও বিচ্ছেদ যাতনা সম্বরণ করিতে অসমর্থ হইয়া বিধবা আৰ্ত্তনাদ করে, যাহারা । শিশু তাহারা কাদিয়া আকুল হয় ; কিন্তু আকাশে চন্দ্র হাসিতে থাকে। শোকে দুঃখে আমরা কাতর হই; কিন্তু প্রকৃতির আনন্দ কিছুতেই কমে না। আমাদের শোকে আহত, দুঃখে কাতর প্রাণেও প্রকৃতির