পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o o উপদেশ বহু শ্রবণ দ্বারা লাভনীয় নহেন, যে সাধক তাহাকে প্রার্থনা করেন, তাহার নিকটেই আত্মস্বরূপ প্রকাশ করেন । দুঃখ কি নাই ? অশান্তির আগুনে কি জলিতেছ না ? পাপ কি কর নাই ? যে ঈশ্বরের প্রয়োজন হইবে না ? সংসারের কিছুই তো তোমার আপন নয় । মুদ্রলে আঁখি, সকল ফাকি, জীবন মরণের সম্বল একমাত্র ঈশ্বর । তাহা ভিন্ন গতি নাই । আজ যদি পরলোকে চলে যাও, কে তোমার সার্থী বল ? যাহাদের জন্য এত পাপ করিলে তাহারা তোমাকে ভুলিয়৷ যাইবে । যিনি তোমাকে চিরদিন প্রেম করিতেছেন, তাহাকে অগ্রাহ করিলে, দূর করিয়া দিলে ? এখন হইতে দয়াময়কে ডাক, তার শরণাপন্ন হও, তিনি ভিন্ন পরিত্রাত নাই । প্রাণের সহিত ঈশ্বরের অধীন হইয়া থাকা ও তাহার সহবাসে উন্নত হওয়াই পরিত্রাণ । - ঈশ্বরকে প্রীতি করিতে না পারিলে ময়ূন্যের প্রতি বিশুদ্ধ নিঃস্বাৰ্থ প্রেম হইতে পারে না । জগৎ ঈশ্বরের, নরনারী তাহার সন্তান ও প্রজা । তিনি সমুদায়কে প্রেম করিতেছেন । যিনি ঈশ্বরের প্রেমিক ভক্ত হইবেন, তিনি তাহার ভালবাসার বস্তুকে ভাল না বাসিয়া । থাকিতে পারবেন না । ঈশ্বরকে প্রেম করার অর্থ র্তাহার ভাব, ইচ্ছা, কাৰ্য্যকে প্রেম করা । যিনি ।