পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমস্ত পৃথিবী এই ধৰ্ম্মের গৃহ। (মাসিক সমাজে বিবৃত ) প্রাতঃকাল, রবিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৭৯৬ শক ; ১৩ই ডিসেম্বর, ১৮৭৪ খৃষ্টাব্দ। নয় মাসকাল পরে ব্রহ্মমন্দিরের পবিত্র বেদী হইতে সকল ব্রাহ্মভ্ৰাতা ও উপাসক মণ্ডলীকে সন্ত্রম ও আদরের সহিত নমস্কার করি । তোমাদের আত্মীয় ও সেবক হইয়া অনেক দেশ ভ্রমণ করিলাম, এক্ষণে যাহার হস্ত ধরিয়া দূরদেশে গিয়াছিলাম, র্তাহারই অঙ্গুলি ধরিয়া আবার স্বদেশে আসিলাম। সকল ভক্তি সৰ্ব্বাগ্রে তাহার চরণে, পরে স্নেহ সহানুভূতি তোমাদের জন্ত । বহুকাল পর আবার তোমাদের সেবা করিতে অসিলাম, দাসকে পুনৰ্ব্বার গ্রহণ কর । যখন আমরা কেবল স্বদেশের প্রতি দৃষ্টি করি তখন মনে হয়, এই আমরা কয়েকজন ভিন্ন বুঝি ব্রাহ্মধৰ্ম্মের আর গতি নাই, এই বিশ্বাসে অহঙ্কারে পরিপূর্ণ হইয়া, কত সময়ে আপনাদের সৰ্ব্বনাশ করি। এইরূপে ব্রাহ্মধৰ্ম্মের স্থায়িত্বের জন্য যখন আপনাদের উপর নির্ভর করি, ইহাকে বলের ও মহত্ত্বের আকর মনে না হইয়া দুৰ্ব্বল মনে হয়। এই দুর্বলতা একদিন আমার হৃদয় অনুভব করিয়াছিল। যখন সাগরের বক্ষে একাকী এই দুৰ্ব্বলতা অনুভব করিলাম, তখন ভয়ে হৃদয় কঁাপিতে লাগিল, গভীর দুঃখ আসিয়া প্রাণকে মলিন করিল। তৎপর সাগর অতিক্রম করিয়া যখন বিদেশে উপস্থিত হইলাম, সেখানে আবার বিদেশীয়দিগের সহানুভূতি না পাইয়া এই ভয় দুঃখ আরও বৃদ্ধি পাইল। কিন্তু সেই বিদেশে যখন অসহায়ের সহায় সেই দীননাথ পরমেশ্বর হৃদয়ে দাড়াইয়া আশা এবং উৎসাহ দিলেন, তখন অন্তরের অন্তরে আশ্চৰ্য্য