পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা ११ পরমেশ্বরের উপাসনাতে প্রবৃত্ত হই । আরাধনা সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমমৃতং যদ্বিভাতি শান্তং শিবমদ্বৈতং শুদ্ধমপাপবিদ্ধম । হে সারাৎসার পরম সত্য, তুমি মূলে কিরূপ সত্য আমরা বলিতে পারি না । কিন্তু এই দেহ মন আত্মা তোমার সত্য আশ্রয়ে বাস করিয়া তোমার স্থিতি বিষয়ে সাক্ষ্য দিতেছে । সমুদয় স্মৃষ্টি, সমুদয় জীব তোমার সত্য নাকি প্রকাশ করিতেছে। এই জড়ীয় পৃথিবীর ক্ষীণ আবরণ ভেদ করিয়া আত্মা তোমার সত্বা আত্মা ও স্বরূপের জ্যোতি দর্শন করিতেছে । স্ফটিক যেমন সূক্ষ্ম সূক্ষ্ম বস্ত্রের আচ্ছাদনের ভিতর দিয়া আপনার স্বচ্ছ আকাব প্রকাশ করে, যেমন অগ্নি-কুণ্ডে ভস্মের মধ্য অগ্নিরাশি আপনার লোহিত প্রভা প্রদর্শন করে, তেমনি তাবৎ অসার বস্তুর মধ্যে দিয়া হে মহাসত্য, মহাশক্তি, পরমপুরুষ, তুমি আত্মপ্রকাশ করিতেছ । আমরা জড়ীয় মায়ায় বিমুগ্ধ, অবিশ্বাসে আচ্ছন্ন, তাই সৰ্ব্বত্র তোমাকে দেখিতে পাই না । কিন্তু সময়ে সময়ে আমাদের বিশ্বাস-নেত্ৰ খুলিয়া যায়, তোমার নিৰ্ব্বিকার ধ্রুবসত্য