পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

તે જ উপদেশ চরিত্র মধ্য দিয়া প্রকাশ পাইতেছে। এই ব্রাহ্মসমাজে বসিয়া কত সুন্দর গহ চারিদিকে অবলোকন করিতেছি। কতজন পরলোকের সুন্দর গহ হইয়া অন্তধ্যান । হইলেন । কত জীবিত জন আপন চরিত্র গৃহ লইয়া সকল গৃহশূন্যদের আশ্রয় ভূমি হইয়াছেন । উপাসনায় কি লাভ ? উৎসবে কি প্রয়োজন ? যদি তোমার আমার ভ্রান্ত আত্মা সেই দেশের জন্য ব্যাকুল না হয় ? যেখানে অগ্রজগণ প্রবেশ করিয়াছেন, সেই স্থান দর্শন কর, সেই পথের সম্বল লও, তাহদিগের আশীৰ্ব্বাদ লও । কাজ, কৰ্ম্ম, মতামত, দলদলি, উত্তেজনা, পাপ পুণ্যের সংগ্রাম, আঘাত, প্রতিঘাত, ছাড়িয়া পিতার গৃহে প্রবেশ কর । - যাহারা স্বৰ্গবাসী হইবে, পিতার ঐ পবিত্র ভবনে বাস করিবে, তাহাদের দুইটি গুণ চাই । একটি সহগুণ, অপরটি কাৰ্য্যগুণ । এই দুই সেতুর উপর দিয়া বিস্তীর্ণ ভব সাগর পার হইতে হইবে । সহগুণ কি ? রোগ, বাৰ্দ্ধক্য, উৎপীড়ন, বিপদ, পাপযন্ত্রনা, পরীক্ষা সমস্ত ঈশ্বর প্রেরিত জানিয়া অবনত মস্তকে তাহা বহন করিতে হইবে । ঈশার কথা মনে কর, কত উৎপীড়ন সহ করিলেন ; সমস্ত দেশের স্ত্রী-পুরুষ তাহাকে অস্বীকার করিয়া কত লাঞ্ছনা করিল । কি