পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ミミ উপদেশ কিসে ? ভক্তির ব্যবহার কি ? ধৰ্ম্মভাবের প্রমাণ চরিত্রে, ব্যবহারে, কাৰ্য্যে, সদনুষ্ঠানে । যাহার নীতি দূষিত, যাহার চরিত্র মলিন, যাহার স্বভাব জড়ীভূত, যাহার কার্য্য স্বার্থপর, অভিপ্রায় নীচ, তাহার চিন্তা, তাহার মত, কি তাহার ভাবুকত ঈশ্বরের অগ্রাহ হইয়৷ পড়ে । , *Y . . . ধৰ্ম্মচিন্তা, ধৰ্ম্মমত, ধৰ্ম্মভাব, প্রেমভক্তি সদনুষ্ঠান বিরহিত নহে । জল ভারাক্রান্ত মেঘ যেমন ঘন হইতে ঘনতর হইয়া আর আকাশে থাকিতে পারে না, আপনার ভারে আপনি পৃথিবীতে বর্ষিত হয়, তেমনি ধৰ্ম্মচিন্তা, প্রেম, ভক্তি, আপনাপনি চরিত্রে সঞ্চারিত, হইয়া শেষে মহদস্তুষ্টানরূপে জগতে বর্ষিত হয়, এবং লোকহিত সাধন করে | ** শ্রীচৈতন্য ভক্তির প্রমত্ত অবস্থায় বসিয়া থাকিতে পারিলেন না নামকীৰ্ত্তন ধৰ্ম্মপ্রচার ও লোককে শিক্ষা দিতে রাধ্য হইলেন । র্তাহার ভক্তির শিক্ষা ভারতের সীমা হইতে সীমান্ত প্রদেশ পৰ্য্যন্ত বিস্তত হইয়া পড়িল । মহম্মদ ঐশী তেজে কত দেশ কত রাজা অধিকার করিলেন। আমরা দুৰ্ব্বল বাঙ্গালী চরিত্রের শত দোষ দুৰ্ব্বলতা লইয়া, জড় সড় হইয়া বসিয়া আছি। অলস ভাবে কেবল মত লইয়া, ভাব লইয়া যথেষ্ট হইল মনে করিতেছি । -