পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মচিন্তা, ধৰ্ম্মমত, ধৰ্ম্মভাব, ধৰ্ম্মচরিত্র > ミ\○ আর একবার বলি যতক্ষণ ধৰ্ম্মচিন্ত৷ হইতে ধৰ্ম্মবিশ্বাস, ধৰ্ম্মবিশ্বাস হইতে প্রবল ভক্তি, ভক্তি হইতে পরোপকার সাধন, সাধন হইতে চরিত্র নিষ্পাপ। না হয়, ততক্ষণ তোমার সমস্ত বাহা আড়ম্বর, সমস্ত মিথ্যা । যদি সমুদয় চরিত্রভূমিতে উৎসাহের আগুন জ্বলিয়া না উঠে, এবং সেই উৎসাহ জগতের সেবায় প্রবাহিত না হয়, । তবে তোমার জীবন অসার । - আধ্যাত্ম জীবনের দ্বার লোকের কাছে ভাল করিয়া বন্ধ করিতে পার ; কিন্তু ভগবানের কাছে কিছুই লুকাইতে পরিবেন । যদি অন্তরে লোভ, রাগ, অহঙ্কার থাকিল, তবে তোমার ভাবুকতা ও কল্পনায় কি হইবে ? শীঘ্র মনকে প্রবৃত্তিকে, ব্যবহারকে পবিত্র করিয়া ভগবানের সেবার কার্য্য আরম্ভ কর । তবেই তোমার সকল ভাব সার্থক হইবে । মানুষের নিকট কথায় কিছু হয় না ; কাৰ্য্য চাই, চরিত্র চাই, যাহা মুখে বল তাহার প্রমাণ চাই । তবে যিনি অন্তর্যামী, যিনি পরম পবিত্র, র্যাহার ভয়ে সমস্ত পৃথিবী কম্পিত, তাহার নিকট আরও কত পবিত্র, কাৰ্য্য, পবিত্র প্রীতি, অকপট সাধনা আবশ্যক ভাবিয়া দেখ । অতএব সাধক ! চিন্তা, মত, ভাব, প্রেম, ভক্তি ও বিশুদ্ধচরিত্রালস্কৃত জীবন রচনা করিতে শীঘ্র প্রবৃত্ত হও । ইহার ফল কি পরে দেখিতে পাইবে । ধৰ্ম্মচিন্তা পরিপক্ক ।