পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ৩২ উপদেশ । জীবন এবং কৌশল কাৰ্য্য করে, যেখানে শৃঙ্খলা এবং সৌন্দৰ্য্য, ঈশ্বর আপনি আসিয়া সেখানে দণ্ডায়মান। এই প্রাণ অন্তরে, এই প্রাণ বাহিরে। তবে মন হইতে কি প্রকারে ঈশ্বরকে তাড়াইয়া দিতে পার? এবং এক জনের মনের মধ্যে য়দি ঈশ্বরের আধিপত্য স্থির হইল, তবে দশজনের উপরেও র্তাহারই আধিপত্য । যিনি একজনের প্রাণের প্রাণ, র্তাহারই প্রাণ জনসমাজে প্রাণকে পুনঃ সংস্কার করে। আমরা ব্রহ্মমন্দিরে এই প্রাণস্বরূপের উপাসনা করি। এই প্রাণধৰ্ম্ম যদি ব্রাহ্ম সাধন করিতে পারেন, তবে পৃথিবীর পশ্চিম বিভাগের মহাগভীর অভাব পূর্ণ হইবে। সেইখানে লোকের মতের ঈশ্বরকে পূজা করে, প্রাণের দেবতাকে পূজা করিতে । পারে না। তাহারা যদি কাহারও মুখে এই প্রাণস্বরূপ ঈশ্বরের কথা শুনিতে পায়, তাহা হইলে বলে, ধন্ত তোমরা, যে তোমরা এমন ঈশ্বরের কথা বলিতে পার। এমন ঈশ্বরের কথা কে তোমাদিগকে বলিল ? ব্রাহ্মধৰ্ম্ম এই জড়জগতে, মনুষ্যমনে এবং সমাজে প্রাণপ্রতিষ্ঠা করিবে। যাহাতে ব্রাহ্মসমাজের এই গভীর নিয়তি সুসম্পন্ন হয়, তাহার চেষ্টা কর । এই গুরুভার হৃদয়ঙ্গম করিয়া যদি সকলেই সাধনে নিযুক্ত হই, তাহা হইলে তাবৎ জাতি সেই প্রেমপরিবারে সংগঠিত হইবে, যাহার কথা এই বেদী হইতে বারম্বার শুনিয়াছি। সকলে উৎসাহের সহিত এই জীবন্ত ধৰ্ম্ম সাধন কর, ব্রাহ্মধৰ্ম্মের জয় হইবে।