পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরের ঈশ্বরত্ব। ভাদোৎসব । প্রাতঃকাল, রবিবার ৫ই ভাদ্র, ১৭৯৮ শক ; ২০শে আগষ্ট, ১৮৭৬ খৃষ্টাব্দ। কেবল ঈশ্বরের ঈশ্বরত্ব লইয়া বিবাদ করিও না। আর যাহা হয় করিও । কেবল মঙ্গলময়ের পরিত্রাণ-বিধির সঙ্গে কলহ করিও না, আর যাহা হয় তাহা করিও । হে মনুষ্য ! ঈশ্বর তোমাকে পৃথিবীর রাজসিংহাসনে বসাইয়াছেন, তোমার জন্য স্থৰ্য্য কিরণ দিতেছে, তোমার জন্য প্রাতঃ সমীরণ প্রবাহিত হইতেছে, তোমাকে সুখে রাখিবার জন্য সংসার সমুদয় আয়োজন করিয়া দিতেছে। সংসারের ভার তোমার হস্তে দিয়া ঠিক যেন পৃথিবীর ঈশ্বর বিদায় লইয়া গিয়াছেন। এখানে কেবা তোমাকে বারণ করে ? কেবা তোমার প্রতিবন্ধকতা করে ? যাহা ইচ্ছা তাহ কর। কেবল একটি স্থানে গিয়া নিজের প্রভুত্ব স্থাপন করিও না। সেই স্থানটি এই, ঈশ্বরের ঈশ্বরত্ব। একটি ভার ঈশ্বর নিজের হস্তে রাখিয়াছেন। তাহা কি ? জীবকে পরিত্রাণ দিবার ভার। এইট হে মনুষ্য ! তোমাকে দেন নাই। নতুবা ক্ষমতা বল, জ্ঞান বল, বুদ্ধি বল, ধৰ্ম্ম বল, রাজনীতি বল, সকলই তোমার হস্তে দিয়াছেন। তুমি ইচ্ছা করিলে, শত সহস্ৰ লোক তোমার অনুগামী হইল, বনের পশু সকল স্বাধীনতা বিক্রয় করিয়া তোমার অধীন হইল। তুমি ইচ্ছা করিলে, আর ধৰ্ম্মগ্রন্থ, ধৰ্ম্মশাস্ত্র এবং কত বিজ্ঞান রচিত হইল। তোমার লেখনী দ্বারা কত পুস্তক লিখিত হইল। তোমার বক্তৃতা দ্বারা কত আশ্চৰ্য ফল VV)