পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

灘 জীবন-পুস্তক | (ভারতবর্ষীয় ব্রহ্মমন্দির ) রবিবার, ১৪ই কাৰ্ত্তিক, ১৭৯৮ শক ; ২৯শে অক্টোবর, ১৮৭৬ খৃষ্টাব্দ। ইতিহাস সমুদয় বিদ্যার মূল, কেন না ইহার পৃষ্ঠাতে সমস্ত মানবজাতির কীৰ্ত্তি লিখিত হয়। ইতিহাসে মনুষের শ্রেষ্ঠত্ব এবং নীচত্বের পরিচয় পাওয়া যায়। যদি শ্রেষ্ঠ হইতে চাও, যদি দোষ লজ্জা হইতে মুক্ত হইয়। সৎকার্য্যে উৎসাহী হইতে চাও, তবে ইতিহাস পাঠ কর। কোন ইতিহাসের কথা বলিতেছি? ধৰ্ম্মজীবনের ইতিহাসের কথা। যেমন পৃথিবীর বিদ্যালয়ে নানা জাতির ইতিহাস পাঠ করিতে হয়, তেমনই ধৰ্ম্মবিদ্যালয়ে ধৰ্ম্মজীবনের ইতিহাস পাঠ করিতে হয় । ধৰ্ম্মলিয়ে ইতিহাস কোথায় ? নানা জাতির ধৰ্ম্মগ্রন্থের কথা বলিতেছি না, তাহ অপেক্ষা নিগৃঢ় গ্রন্থের কথা বলিতেছি। ধৰ্ম্মগ্রন্থ সমুদ্রবিশেষ, তাহ মন্থন করিয়া রত্ন লাভ করা অনেক সময়ের কার্য্য। একখানি ইতিহাসের পুস্তক তোমার নিকট লুক্কায়িত আছে, যাহা তুমি পাঠ কর নাই। ঋগ্বেদ, যজুৰ্ব্বেদ, পুরাণ, তন্ত্র, বাইবেল এবং কোরাণ প্রভৃতি ধৰ্ম্মশাস্ত্র পাঠ করিয়াছ ; কিন্তু সেই ইতিহাস বদ্ধ রহিয়াছে, তাহার পত্র পর্য্যন্ত কাটা হয় নাই। অন্য সকলের ইতিহাস পড়া হইল, কিন্তু নিজের জীবনের ইতিবৃত্ত পাঠ করা হইল না। আমার সম্পর্কে মঙ্গলময়ের ইচ্ছা কি, তাহা যদি কেহ আমাকে শিক্ষা দিতে পারে, তাহ আমার আপনার জীবনের ইতিহাস। আমার সম্বন্ধে অন্য কোন স্থানে ঈশ্বরের অঙ্গুলি-লিখিত গ্রন্থ নাই। র্তাহার নিজের স্বাক্ষর