পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন-পুস্তক। ○○ যদি কোথাও থাকে, তাহ আমার নিজের জীবনপুস্তকে। আমার জীবনে যে সকল বিপদ ঘটিয়াছে, তাহ আমি আপনি আপনার মস্তকে আনি নাই, যে সকল পাপ হইতে আমি মুক্ত হইয়াছি, আমার নিজের চেষ্টাতে সে সকল হইতে অব্যাহতি পাই নাই। বাস্তবিক আমার জীবনের প্রত্যেক ঘটনাতে ঈশ্বরের হস্তের স্বাক্ষর রহিয়াছে। জীবন শব্দের অর্থ কি ? যাহা ঘটিয়াছে, যাহা ঘটিতেছে, যাহা ঘটিবে। যে সমস্ত আন্তরিক শক্তি ব্যবহার করিয়াছি, ব্যবহার করিতেছি এবং ব্যবহার করিব, সে সমুদয় জীবনের মূল। অতএব যতদিন এ সকল শক্তি থাকিবে, ততদিন আমার জীবনের ভিতরে, আমার প্রকৃতির মধ্যে ঈশ্বরের অঙ্গুলি কাৰ্য্য করিবে। হইতে পারে, অতীত জীবনের ঘটনা সকল এক প্রকার অক্ষরে লিখিত হইয়াছে, ভবিষ্যৎ জীবনের ঘটনাসকল অন্য প্রকার অক্ষরে লিখিত হইবে । কিন্তু গত জীবনে যিনি আমাকে আশ্চৰ্য্যরূপে পাপ হইতে উদ্ধার করিয়াছেন, সেই মঙ্গলময় পুরুষই ভবিষ্যতেও আমার সমক্ষে কোন পাপ প্রলোভন আসিলে তাহ হইতে আমাকে রক্ষা করিবেন। পূৰ্ব্বে যিনি পাপ ছাড়িবার জন্য গভীর অর্থপূর্ণ সঙ্কেত করিয়াছেন, পরেও তিনিই প্রত্যাদেশ করিয়া আমাকে পুণ্যপথে লইয়া যাইবেন । প্রলোভন অতিক্রম করার উপরে ভবিষ্যতের জীবন নির্ভর করে। হে মনুষ্য, তুমি ঈশ্বরের নিকটে পরিচিত ব্যক্তি। তোমার এবং তাহার সঙ্গে অনেক ঘটনা হইয়াছে। এই জন্য নয় যে তুমি ধাৰ্ম্মিকশ্রেষ্ঠ, কিন্তু এই জন্য যে তুমি তাহার আশ্রিত, তাহার দ্বারা পরিচালিত। অতএব জিজ্ঞাসা করি, তোমার গত জীবনে যে সকল ঘটনা ঘটিয়াছে, তাহা হইতে বর্তমান সময়ে তোমার জীবনসম্পর্কে ঈশ্বরের কি ইচ্ছ, এই বিষয়ে কি কোন আলোক শাও ? গত জীবনের ইতিহাস পাঠ করিয়া কি বৰ্ত্তমান সময়ের কঠিন