পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষৎ እ●ፃ * মে সঃ এব বরণীয়: ( অতএব সেই আত্মতত্ত্ব জ্ঞানই আমার ॐiर्थनैौश्य ) ॥२७॥ ধনদ্বারা মহন্ত তৃপ্তি লাভের যোগ্য নহে। যেহেতু আপনাকে দর্শন করিয়াছি সেইহেতু ধন প্রাপ্ত হইব। যতদিন পর্য্যন্ত আপনি যাম্যপদে অধিষ্ঠিত থাকিয়া প্রাণিগণকে শাসন করিবেন ততদিন পর্য্যস্ত আমরা জীবিত থাকিব । অতএব সেই আত্মতত্ত্ব জ্ঞানই আমার প্রার্থনীয় ॥২৬ অজীৰ্য্যতামমৃতানামুপেত্য জীর্য্যন্মর্ত্যঃ কধঃস্থঃ প্রজনন । অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদনতিদীৰ্ঘে জীবিতে কে রমেত ॥২৭ জীৰ্যন (জরার বশীভূত ) কধঃস্থ ( পৃথিবীন্থ ) মৰ্ত্তীঃ (মরণশীল মনুষ্ঠ ) অজীৰ্য্যতাং (জুরারিহিত) অমৃতানাম ( মৃত্যু রহিত দেবতাগণের ) উপেত্য (সান্নিধ্য প্রাপ্ত হইয়া ) প্রজনন (দেবতাদিগের নিকট হইতে উৎকৃষ্টতর ফলপ্রাপ্তি সম্ভব জানিয়া এবং ) বর্ণরতি প্রমোদান (দিব্য স্ত্রীদিগের সৌন্দর্য্য এবং তাহদের সহিত ক্রীড়া জনিত মুখবিশেষ অনিত্য ও দুঃখপ্রদ ইহা ) অভিধায়ন ( সম্যকরূপে অবগত হইয়া ) অতিদার্ধে জীবিতে (অতিশয় দীর্ঘ জীবনে) ক রমেত (কোন ব্যক্তি আসক্ত হইয়া থাকে ) ? ॥২৭ পৃথিবীস্থ জরা মরণশীল মনুস্থ জরা মরণ রহিত দেবতাগণের সান্নিধ্য প্রাপ্ত হইয় তাহাদিগের নিকট হইতে উৎকৃষ্ট ফল প্রাপ্তি সম্ভব জানিয়া এবং দিব্য স্ত্রীদিগের সৌন্দর্য্য এবং তাহাদিগের সহিত ক্রীড়া জনিত স্ব। বিশেষ অনিত্য ও দুঃখপ্রদ ইহা সম্যকরূপে অবগত হইয়া,অতিশয় দীর্ঘ জীবনে কোন ব্যক্তি আসক্ত হইয়া থাকে ? ॥২৭ «è o -