বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
কথা

মানবের প্রাণ ডাকে যেন মােরে
 সেই লােকালয় হতে।
সুপ্ত নিশীথে জেগে উঠে তাই
চমকিয়া উঠে বলি 'যাই যাই,
প্রাণ মন দেহ ফেলে দিতে চাই
 প্রবল মানবস্রোতে।


তােমাদের হেরি চিত চঞ্চল,
 উদ্দাম ধায় মন।
রক্ত-অনল শত শিখা মেলি
সর্প-সমান করি উঠে কেলি,
গঞ্জনা দেয় তরবারি যেন
 কোষমাঝে ঝন্‌ ঝন্।


হায়, সেকি সুখ, এ গহন ত্যজি
 হাতে লয়ে জয়তুরী
জনতার মাঝে ছুটিয়া পড়িতে-
রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে,
অত্যাচারের বক্ষে পড়িয়া
 হানিতে তীক্ষ ছুরি।