পাতা:কবিতা ও গান.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১২৭

(একাকী)

   বনবালা।

কেন গো এমন করে বুকের ভিতর?
এ কি এ আশঙ্কা হৃদে করিয়াছে ভর!
হু হু করি জ্বলে উঠে,
বেগে উচ্ছ্বলিয়া ছুটে,
লণ্ড ভণ্ড করি দিয়ে হৃদয়ের স্তর!
কেমন সন্দেহ-বায়ু থেকে থেকে ছোটে,
হৃদয় সে ঘুর্ণি-পাকে আলোড়িয়া ওঠে!
মরমের তার গুলি
ছিঁড়ে খুড়ে টেনে তুলি
চলি যায় রাখি শুধু শূন্য ভয়ঙ্কর!
মরুময় হৃদয়ের যে দিকেতে চাই—
আঁধার আঁধার শুধু দেখিবারে পাই!
নাহি হেথা অশ্রুজল,
নাহি হাসি, নাহি বল,
আঁধারে ছাইয়ে শুধু রয়েছে অন্তর!
নাহি আর প্রেম আশা,নাহি সুখ স্নেহ,
বিশ্বাস ফুরায়ে গেছে; নাহি আর কেহ!
কিছু নাই, কিছু নাই,
আঁধার সমস্ত ঠাঁই,
আঁধার সন্দেহ বুকে বাঁধিয়াছে ঘর!