পাতা:কবিতা ও গান.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩০
কবিতা ও গান।

নহে তার আগে তবু,নহে আগে সখা!
প্রেমাগুণ যতদিন এ হৃদে রহিবে জাগি,
দিওনা দিওনা দেখা,এই এক ভিক্ষা মাগি!
বিষন্ন কাতর আঁখি অগ্নিময় অশ্রু মাখি
ডাকিবে যখন তোমা কায়মনচিতে,
তবুও তখন নাহি এস দেখা দিতে;
যখন দেবতা হৃদে সঁপিবেন বল,
যখন নিভিয়া এই প্রেমের অনল,
বন্ধুতায় পরিণত হইবে,তোমার মত,
যে দিন শুকায়ে যাবে নয়নের জল,—
সেই দিন হতে,সখা,আসিও আবার;
নহে তার আগে তবু,নহে আগে তার!
সে দিন কহিব কথা,নীরবে দিব না ব্যথা,
হাসিব,কাঁদিয়ে,সখা,কাঁদাব না আর!
সেই দিন হতে হব তোমারি মনের মত,
উল্লাসে প্রমোদরঙ্গে করিব আমোদ কত;
সে দিন পরাণ খুলি বিষাদ যন্ত্রণা ভুলি
হাসিব উচ্ছ্বাসভরে,তুমিও হাসিবে যত;
তবে দুখিনীর শুধু এই মাত্র ভিক্ষা,সখা,
সে দিনের আগে তার দিওনা দিওনা দেখা!

প্রস্থান।