পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৪৬ ] যোগ্য পরিশ্রম পূৰ্ব্বক যথা সাধ্যক্রমে মৰ্ম্মার্থ ব্যাখ্যt পূৰ্ব্বক টীকা ও প্রমাণ সহিত সেই সকল কবিতা নিম্ন丐女邻 উদ্ধৃত করিলাম, বোধ করি এতদৃষ্টে অনেকের অন্তঃকরণে সন্তোষের সঞ্চার হইতে পরিবেক, “রসমঞ্জরী ” “রসমঞ্জরী” নামক প্রাচীন সংস্কৃত গ্রন্থের অনুবাদ মাত্র, সুতরাং তাহার টীকাকরণের প্রয়োজন করে না, ভূমিকা দেখিলেই বিশেষ জানিতে পরিবেন, ফলে এই অনুবাদে অতিশয় পাণ্ডিত্য প্রকাশ পাই য়াছে । অন্নদামঙ্গল । দক্ষযজ্ঞ | দক্ষ কর্তৃক শিবনিন্দ । সভাজন শুন, জামাতার গুণ, বয়েসে বাপেরে বড়। কোন গুণ নাই, যথা তথা ঠাই, সিদ্ধিতে নিপুণ झङ्कु । মান অপমান, সুস্থান কুস্থান, অজ্ঞান জ্ঞান সমান। নাহি জানে ধৰ্ম্ম, নাহি মানে কৰ্ম্ম, চন্দনে ভস্ম জ্ঞেয়ান। বৰনে ব্রাহ্মণে, কুক্করে আপনে, শ্মশানে স্বগেতে সম । গরল খাইল, তবু না মরিল, ভাঙ্গড়েরে নাহি যম । মুখে দুঃখ জানে, দুঃখে মুখ মানে, পরলোকে নাহি ভয়। কি জাতি কে জানে, কারে নাহি মানে, সদা কদাচারময়। কহিতে ব্রাহ্মণ, কি আছে লক্ষণ, বেদাচার বহিস্কৃত । ক্ষত্রিয়, কখন, না হয় ঘটন, জটা ভস্ম আদি ধৃত । যদি বৈশ্য হয়, চাসি কেন নয়, নাহি কোন ব্যবসায়।