পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭২ কলিকাতা সেকালের ও একালের । , জুলন-উৎসবের সময় রাজবাটী অসংখ্য আলোকমালায় সজ্জিত হইয়া স্তন শোভার বিকাশ কল্পিত এবং নৃত্য, গীতবাদ্য ও আতসবাজী প্রভৃতিতে একট। মহোৎসবের স্বচনা হইত। এই উৎসৰ সময় সেখানে বহুসংখ্যক পদস্থ . ইংরাজ রাজকৰ্ম্মচারী ও জমিদারগণের নিমন্ত্রণ হইত। *.. o ১৮৬১ অঙ্গে রাজা প্রসন্ননাথ রায় দেহত্যাগ করেন। دهیاد খ্ৰীঃ আব্দে তাহার পোষ্যপুত্র প্রমথনায় রায়, পিতার উইল অনুসারে কলিকাতা ওয়ার্ডস্ ইন্‌ষ্টটিউসনের, ছাত্ররূপে পাঠাভ্যাস করেন । এই সময় তাহার বুদ্ধিমতী জননী, তাহার অভিভাবিক ছিলেন । ১৮৬৭ খুঃ অব্দের নবেম্বর মাসে, তিনি সাবালক হন। সাবালক হইয়া প্রথমেই, রামপুর-বোয়ালিয়ায় তাহার পিতৃস্থাপিত হাসপাতাল ও চিকিৎসালয়ের পাকাৰাটী নিৰ্ম্মাণের জন্ত তিনি ১•,• • •~ টাকা ব্যয় করেন। দীঘাপতিয়া হইতে রামপুর-ৰোমালিয়া পৰ্য্যস্ত, ষে রাস্তাটা নিশ্বিত হইয়াছিল, তাহার সংস্কারকল্পেও তিনি প্রচুর অর্থব্যয় করিয়াছেন। এই সকল কার্য্যের জন্য, তৎকালীন ছোটলাট বাহাদুর কর্তৃক তিনি মিশেষভাবে প্রশংসিত হইয়াছিলেন। ১৮৭১ খ্ৰীঃ অবো বিভাগীয়-কমিশনার গবর্ণমেণ্টের নিকট এই মর্শ্বে রিপোর্ট করেন, যে—“কুমার প্রমথনাথ রায় নানা সৎকার্য্যে বিপুল অৰ্থ ব্যয় করিতেছেন। তিনি নানা সদগুণে রিভুষিত এবং নিমবঙ্গের জমিদারদিগের মধ্যে—সৰ্ব্বপ্রকারে শ্রেষ্ঠ ও জমীদারী পরিচালন কার্য্যে অতি সুদক্ষ। অতএব তাহাকে “রাজা ৰাহাদুর" রাজোপাধি দেওয়া হউক।” এই রিপোর্টের ফলে লর্ড মেয়ে তাহাকে রাজোপাধির সনন্দ প্রদান করেন। ১৮৭৭ খ্ৰীঃ অঙ্গে রাজা প্রমথনাথ রায় বাহাদুর বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য নিৰ্ব্বাচিত হন। দীঘাপাতিয়া রাজবংশের বর্তমান উত্তরাধিকারী রাজা পি, এন. রায় ও তাহার, ভ্রাতাগণ বর্তমানে তাহারাই এই ষ্টেটের মালিক । ইহঁীর। বিদ্যোৎসাহী, সাহিত্যসেবী ও সৎকর্মে দানশীল । -- T o শোভাবাজার রাজবংশ। । মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর কলিকাতা শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা। মুরশিদাবাদ জিলার অন্তর্গত কাণসোণ বা কর্ণসুবর্ণ গ্রামে, এই বংশের আদি বাসস্থান ছিল। ইছারা চিন্ত্রপুরে দেব-শোন্তৰ মৌলিক S BBSBBS BB BBBBgTTTt ttBB BBBB BBBB BBBS