পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । ኃፃና শিবঞ্জী, অভিষেকের পূর্বদিনেই সন্ধির সত্ত্বাদির এক খসড়া করিতে স্বীয় পেশ ওয়া মোরোস্ত্রী পণ্ডিতকে অনুমতি দিয়াছিলেন । অভিযেকের পরদিন প্তাহার "তুলা” হইবার দিন । অষ্টবিধ শস্য, স্থত, কৌষেয় বস্ত্র, চন্দনকাষ্ঠ, গন্ধদ্রব্য ও স্বর্ণমুদ্রায় নারাষ্ট্রের প্রভাতসূৰ্য্যস্বরূপ, বীরকেশরী শিবাজী, দ্বাদশবার তৌলিত হইলেন এবং তুলা-সংক্রান্ত সমস্ত দ্রব্যাদি—কঙ্কণ, মহারাষ্ট্র ও পুনার ব্রাহ্মণগণের মধ্যে বিতরিত হইল। ডাক্তার সাহেব বলেন, এই শুভদিনে বিতরিত স্বর্ণমুদ্রার পরিমাণ দুই লক্ষ যাট হাজার । ইহার কয়েকদিন পরে, নারায়ণ পণ্ডিতের সহায়তায় সন্ধিপত্র স্বাক্ষরিত হৃষ্টয়, শিবজীর শীলমোহর সংযুক্ত হইল। তাছাতে নিম্নলিখিত কয়েকট । স্বত্ব ছিল ;– ১। ইংরাজ বণিকগণ মহারাষ্ট্রপতির রাজ্যসীমার অভ্যন্তরে, সকল স্থানে অবাধ বাণিজ্য করিতে স্বত্ববান হইলেন। এতদ্ব্যতীত যে সকল ভূভাগ মহারাঞ্জের নূতন অধিকার ভুক্ত হইবে, তাহাতেও বাণিজ্য করিবার ক্ষমতা, তাহার বিবেচনাধীন হইয়। রঙ্গিল । ২ । ইংরাজের স্বনামাঙ্কিত মুদ্রণ, কঙ্কণে এবং মহারাষ্ট্র-রাজ্যের মুদ্রা, পুন ও বোম্বাইয়ে চলিবে । এ সম্বন্ধে প্রকাশ থাকে যে, ইংরাজের মুদ্রগুলি অবষ্ঠ বাদসাহী মুদ্রার কায় নিখাদ ও বিশুদ্ধ হওয়া চাই । ৩। ইংরাজের বাণিজ্যপোত যাহাতে তাহার অধিকৃত বন্দর সমূহে নিরাপদে থাকে, তাহার আদেশপত্র প্রচারিত হইবে । অন্যান্ত বিদেশীয় জাতির সম্বন্ধে সেরূপ নিয়ম আছে, সেই নিয়মানুসারে ঝটিক-তাড়িত বা সমুদ্র-মগ্ন ভগ্ন জাহাজ মালামাল সহিত, কঙ্কণের চির প্রচলিত প্রথানুসারে সরকারে বাজেয়াপ্ত হইবে। এতদ্ব্যতীত, ইহাতে আরও কয়েকটা সামান্ত স্বত্ব রহিল। তৎপরে শিবজী তাহাতে নিজের মোহর সংযুক্ত করিয়াদিলেন, এবং তাহার পেশওয়া ও অন্ত দ্য মন্ত্রীবর্গ তাহাতে স্বাক্ষর করিলেন ।* শিবাজী ইংরাজদের সহিত এইরূপ স্বত্বে সন্ধি করিয়া,তাহাদিগকে হস্তগত করিলেন । শিবাজীর মনে এরূপ একটা ধারণা ছিল—যে তিনি একদিন ঔরঙ্গজেবের শক্তিকে উপেক্ষা করিয়া, দক্ষিণাত্যের একছত্র আধিপত্য লাভ করিবেন। মোগল তাহার প্রবল শক্র । এরূপ সময়ে বৃথা শক্রসংখ্যা

  • ম২প্রণীত প্রবন্ধ “শিবজীর দরবারে ইংরাজদূত" । ( সাহিত্য—১৩• • }

ఫిe