পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় । २३ } স্থানে প্রচণ্ডদহ ও ঘুর্ণায়মান অবৰ্ত্ত ছিল । সমুদ্রমুখ হইতে হুগলী বহু দূরে। সেই সময় বৃহৎকায় জাহাঙ্গাদির অবাধ যাতায়াত, নfন। কারণে সুবিধাকর ছিল না। তাহfর পর হুগলী সহরের মধ্যেই, কোম্পানীর ফ্যাক্টর অবস্থিত ছিল। অনতিদূরে মোগল-মুবাদারের আবাসবাট । সেই আবাগবাটার সন্নিকটেই মোগলের সেনানিবাস । কোনরূপ সংঘর্ষ উপস্থিত হইলেই,মোগল সুবাদার বা ফৌজদারগণ, তখনই সেনা সংগ্ৰহ করিয়া অতি সহজেই ইংরাজপক্ষকে বিপদগ্ৰস্ত করিতে পারিতেন । সেই আড়াইশত বৎসরের পূৰ্ব্বে, হুগলী সঙ্গরের অবস্থা ও তত ভাল ছিল না। চারিদিকে ক্ষুদ্র গলি, নদীরকুলে দুই মাইল ব্যাপী অপ্রশস্ত পথ । উত্তরে বাণ্ডেল গ্রাম । ইহা পটুগীজদের আশ্ৰয়স্থান। দক্ষিণে চুচুড়া। এখানে দিনেমার দিগের উপনিবেশ । গঙ্গfর ধীর হইতে আরম্ভ করিয়া সহরের মধ্যে তিনশত গজ বিস্তৃত এক থাত । সময়ে সময়ে নদীর জল বৃদ্ধির সহিত ইঙ্গ একট প্রকৃত ঘুর্ণবৰ্ত্তে পরিণত হইত । * চারিদিকে ছোট ছোট ইষ্টক এবং মৃত্তিক নিৰ্ম্মিত বাসগৃহ । তাহার মধ্যে মোগল-ফৌজদারের বাসভবন । ইংরাজেরা তfহীদের বুদ্ধির দোষেই হউক, বা ভবিতব্য চালিত হইয়াই হউক, ফৌজদারের বাটীর সন্নিধ্যেই তাহীদের কুঠী স্থাপন করিয়াছিলেন । এই জন্য পরে তাহীদের মহাবিপদ উপস্থিত হইয়াছিল । স্বরাট ও মন্দ্রিীজ ফ্যাক্টারীর তুলনায়, হুগলী ফ্যাক্টারী যেন সমুদ্র নিকটে গোস্পদ তুল্য। কোম্পানীর কর্মচারীদের মধ্যে যাহারা বিবাহিত, তাহারা সহরের মধ্যেই বাটীভাড়া করিয়া থাকিতেন। ১৬৭৬ খ, অব্দে হুগলীর কুঠী পরিদর্শন করিতে অtসিয়া, ষ্ট্রেন্থসাম মাষ্টার সাহেব, ইংরে ঘরবাড়ীগুলির অনেকট উন্নতি করিয়া যান। এই সমরে কতকগুলি কাৰ্য্যালয় ও মালগুদাম নিৰ্ম্মাণ করা হয় । কয়েক স্থানে কৰ্ম্মচারীদের জন্ত নূতন আবাস গৃহৎ নিৰ্ম্মিত হয়। কিন্তু তাহাতেও সকলের স্থান সংকুলান হইল না । এই সময়ে,হগলীর কুঠীতে চরিজন প্রধান কৰ্ম্মচারী থাকিতেন। ইহঁদের সৰ্ব্বপ্রধানের পদবী—এজেণ্ট । এজেণ্টের নিম্নে, হিসাব-রক্ষক, গুদাম-রক্ষক ও ধনাধ্যক্ষ । একজন সেক্রেটারীও তাঁহাদের সহায়তার্থে নিযুক্ত হন। সেক্রেটারীকে প্রত্যেক মন্ত্রণা-সভায় উপস্থিত থাকিয়া,.কেরাণীর কাজ করিতে হইত। মন্ত্রণা-সভার অধিবেশনে ষে কোন কাজ হইত, তাহার ইহাই ঘোলঘাট নামে পরিচিত। रे