পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যয় । ‹mçዓ একেবারে বিলুপ্ত, সেই প্রাচীন দুর্গের প্রকৃত অবস্থান স্থান নির্ণয় করা অতি দুরূহ। বৰ্ত্তমানে এইরূপ অসুবিধার আর কোন কারণ নাই। কারণ আমাদের ভূতপূৰ্ব্ব প্রত্নতত্ত্বপ্রিয়,বড়লাট কর্জন বাহাদুর, পিত্তল-নিৰ্ম্মিত রেখা দ্বারা এই দুর্গাধিকৃত স্থানটী বিশেষভাবে নিদিষ্ট করিয়া দিয়াছেন। বর্তমান ফেয়ালি-প্লেস হইতে এই চিহ্নের আরম্ভ ও কয়লাঘাট রাস্তায় ইহার শেষ । আজকালকার বড় ডাকঘর ও তৎপার্শ্ববর্তী গবর্ণমেণ্ট আফিস সমূহের অধিকৃত স্থান, কষ্টম হাউস ও ইষ্ট-ইণ্ডিয়া রেল-কোম্পানীর সুবৃহৎ আফিসবাটীর অধিকৃত ভূভাগোপরি, প্রাচীন “ফোট-উইলিয়ম” দুর্গ-নিৰ্ম্মিত হইয়৷ ছিল। দুর্গের দক্ষিণদিকে যে সমস্ত মালগুদাম বা Warehouse নিৰ্ম্মিত হইয়াছিল, সেগুলি বৰ্ত্তমান কয়লাঘাট ষ্ট্রীটের সন্নিধ্যে ছিল । বর্তমান কেয়ালি-প্লেসই, এই দুর্গের উত্তরদিক। পশ্চিমদিকে ভাগীরথী, পূৰ্ব্বদিকে বর্তমান ক্লাইভ ষ্ট্রীট ও ডালহাউসী স্কোয়ার ও লালদীঘি অবস্থিত। এই লালদীঘিই সেকালের কাগজপত্রে “Park” পার্ক বলিয়া উল্লিখিত । দুর্গের বাহিরে, পূর্বদিকের দুর্গ-প্রাচীরের অতি সান্নিধ্যেই, সেন্ট এ্যান্‌ নামক এক গির্জা ছিল। ১৭০৯ খৃঃ অব্দে এই গির্জা নিৰ্ম্মিত হয়। আজকাল স্থোনে, ভূতপূৰ্ব্ব লেফটেনাণ্ট গবর্ণরদের কাউন্সিল-চেম্বার বা মন্ত্রণা-সভাগৃহ বর্তমান, সেইস্থান অধিকার করিয়াই, এই "সেন্ট এ্যান্‌ গির্জা” অবস্থিত ছিল। ১৭৫৬ খ্ৰীঃ অকা পর্ষ্যস্ত এই গির্জায়—ইংরাজ উপনিবেশের কৰ্ম্মচারিগণ ও কলিকাতার খ্ৰীষ্টান অধিবাসিগণ ভজনাদি করিতেন। ১৭০৯ খৃঃ অব্দে দুর্গের সম্মুখস্থ লালদীঘি পুকুরটর পঙ্কোদ্ধার করান হয়। এই লালদীঘির অবস্থা তখন এরূপ উন্নত ছিল না । পুকুরটা যত্বের অভাবে পঙ্ক-শৈবালাচ্ছাদিত হইয়া উঠিয়াছিল। তখন কলিকাতার মধ্যে উৎকৃষ্ট পানীয়জলের বড়ই অভাব ছিল । এইজন্যই লালদীঘির সংস্কার করান হয়। ইহার চারিদিকে—কঙ্করমণ্ডিত ক্ষুদ্র পথ ও নানাবিধ বৃক্ষণদি রোপণ করান হয়। অন্যান্য গাছের মধ্যে, কয়েকটা কমলালেবুর গাছও এই বাগানে ছিল। লালদীঘির জল অতি পরিষ্কার ছিল বলিয়া, ইংরাজ অধিবাসিগণ ইহার জল পান করিতেন। এতদ্ব্যতীত এই বাগানের একাংশে শব জীবাগানও ছিল। নানাপ্রকার তরী-তরকারী এই বাগানে উৎপন্ন হইত। কোম্পানীর গবর্ণর ও তাহার কৰ্ম্মচারিগণ, এই বাগানের তরী-তরকারী ব্যবহার করিতেন। নানাবিধ ফলের গাছও এই লালদীঘিতে রোপিত হয়। এই লালদীঘির জল, পুকুরের মাছ, বাগানের ফল ও শাক-শব জীই, তখন কলিকাতা সেটেল