পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । , ర్సిస్సి হেজেস সাহেব, তখন কলিকাতার বাণিজ্যাগারের সর্বপ্রধান কৰ্ম্মচারী। গুহার উপর দূত নিৰ্ব্বাচনের ভার পড়িল । জন সৰ্ম্মান ও এড ওয়ার্ড, নিকলসন নামক দুইজন প্রবীণ ফ্যাক্টর, দূতরূপে নিৰ্ব্বাচিত হইলেন। কলিকাতা দুর্গের ডাক্তার হামিলটন, এই দৌত্যাভিযানের চিকিৎসকরূপে নিৰ্বাচিত হয়েন ।* এই সময়ে, খোজা সরহাদ বলিয়। একজন ধনী আৰ্ম্মাণী-সওদাগর কলিকাতার মধ্যে বিখ্যাত ছিলেন । তিনি ও এই দৌত্যাভিযানের সঙ্গে দ্বিভীরূপে চলিলেন । পোজাসাহেবের বিশেষ স্বার্থ এই, তিনি বিনা ব্যয়ে, বিনা শুল্কে, কোম্পানীর এই অভিযানের সহিত কতক মালপত্র দিল্লীতে ব্যবসার জন্য লইয়া গিয়া, উচ্চমূল্যে বেচিতে পরিবেন। সম্রাটের ও ভূঁহার কৰ্ম্মচারীদের জন্স সাৰ্দ্ধ তিনলক্ষ টাকার উপঢৌকন নিৰ্ব্বাচিত হইল। এই উপঢৌকন দ্রব্যের মধ্যে কাচের বাসন, বহুমূল্য ঘড়ি, কিস্থাপ, উৎকৃষ্ট রেশমী ও পশমী বস্ব ইত্যাদি বহুবিধ দ্রব্য ছিল । খোজা সরহপাদ, ইতিমধ্যে দিল্লীতে একখানি পত্র পাঠাইয়া বাজার সরগরম করিয়া তুলিলেন। সে পত্রে তিনি লিখিয়াছিলেন, “সম্রাটের জন্য ইংরাজবণিকগণ দশলক্ষ টাকার উপহার দ্রব্য লইয়' বইতেছেন।” কথাটা সম্রাটের কাণে পৌছিল। তিনি ইংরাজদের উপর বড়ই সন্তুষ্ট হইলেন । ইংরাজের যে সকল স্থান অতিক্রম করিবেন, তথাকার প্রাদেশিক শাসন-কীদের উপর সম্রাট আদেশ প্রদান করিলেন—“তোমরা যথাসাধ্য এই ইংরাজদলকে দিল্লী পৌছিবার সহায়তা ও সুব্যবস্থা করিবে। পথিমধ্যে তাহীদের কোনরূপ অসুবিধা না হয় এরূপ বন্দোবস্ত করবে।” ইংরাজগণ নৌকাযোগে কলকাতা হইতে পাটনা পর্য্যন্ত অতিক্রম করিলেন । পাটনা হইতে হাট পথ ধরিলেন । তিনমাস এইভাবে যাত্রা করিয়া, তাহারা ১৭১৫ খ্ৰীষ্টাব্দের ৮ই জুলাই তারিখে, দিল্লী পৌছিলেন f দিল্লীতে পৌছিবামাত্র নূতন সম্রাট তাঁহাদের মহা সমাদরে গ্রহণ করিলেন। এই অভিযান সম্প্রদায়ের প্রধান ব্যক্তিগণ, তাহাদের দৌত্যাভিযানের একটা বিবরণ রাথিয়া গিয়াছেন। সেই সময়ে দিল্লীতে যাহ। কিছু ঘটিয়া سس---- کله ---س-سمت ته مg۔ --

  • “ri‘ittā stistia” (Surman’s Garden) ÇHEİFIH FÍSITEIT ARÈl Niño " SDBB BBB SSBBBB BBBBBB BBBBBB BB BBB BBT TBBuDS

পিত জনপ্রবাদ এই তাহারসন্নিধ্যেই সম্মানের বাগানবাটী ছিল। • f Stewart's Bengal. p. 396. (Edition 1813)