পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । -- 8e 2 হামিলটন, যদি সে যাত্র। এই ইংরাজ অভিযানের সঙ্গে না থাকিতেন, প্তাহ হইলে এত কষ্ট স্বীকার ও অর্থব্যয় করিয়া ও ইংরাজ-ৰণিকদের মনকামনা সিদ্ধ হইত কি না, তৎপক্ষে বিশেষ সন্দেহ আছে। ৰাদসাহের খাস হাকিমগণ বহু চেষ্টা করিয়া, তাহার রোগ আস্বাম করিতে পাঁরলেন না। তাহার বিবাহ-ব্যাপার সম্বন্ধে একটা মই বিশৃঙ্খল উপস্থিত হইল। পাত্রীপক্ষ দিল্লীতে উপস্থিত, বিবাহের সমস্ত আয়োজনই প্রস্তুত, এমন সময়ে এই বিভ্রাট । হামিলটন সম্রাটকে বলিয়। পাঠাইলেন,—“সকলেই ত আপনার চিকিৎসা করিলেন,—এখন একবাক্স আমার চেষ্টা করিতে দিন।” সম্রাট ইহাতে কোনরূপ আপত্তি না করায়, হামিলটন ঠাহীর চিকিৎসা আরম্ভ করিলেন। র্তাহার চিকিৎসায়, সম্রাট শীঘ্রই রোগ মুক্ত হইয়া আরোগ্যস্নান করিলেন। সহরময় এই সুদক্ষ ইংরাজ-চিকিৎসকের চিকিৎসা-নৈপুণ্যের কথা, শতমুখে ব্যাপ্ত হইয়। পড়িল । রোগাস্তৈ, সম্রাট ফরকশিয়ার প্রকাশ দরবারে, ইংরাজ চিকিৎসক হামিলটনকে সন্মানিত করিলেন । তিনি তাহাকে এক বহুমূল্য পরিচ্ছদ, মণিমুক্ত-খচিত একটা কলগা, দুইটী বহুমূল্য হীরকাঙ্গুরীয়, একটা হস্তী, একটা অশ্ব ও নগদ পাচহাজার টাকা উপহার দিলেন । যে অস্ত্র সহণয়ে তিনি সম্রাটের স্ফোটকের উপর অস্ত্রোপচার করিয়াছিলেন,-সম্রাট সেই অস্ত্র গুলি সোণ দিয়া বাধাইয়া দিতে আদেশ দেন। এতদ্ব্যতীত তিনি তাহার কামিজে পরিবার জন্য একসেট স্বর্ণনিৰ্ম্মিত, মণিখচিত বোতাম পর্ষ্যস্ত উপহার দেন। ডাক্তার সাহেবের চুল অণচড়াইবার ব্যবস্থা করিতেও তিনি ভুলেন মাই। কারণ এই সঙ্গে হামিলটন সোণাদিয়া বাধান মণিখচিত একটা বুরুশ পর্য্যস্ত পাইয়াছিলেন। জুলাই মাসে ইংরাজ-দূতগণ দিল্লীতে উপস্থিত হন। সম্রাট যখল রোগ মূক্ত হইলেন, তখন নবেম্বরের শেষভাগ। বর্ষ, শরত, হেমন্ত কাটিয়া গিয়া এই ছয় মাস পরে শীতঋতুর আবির্ভাব হইল। এই ছয়মাস কাল ইংরাজের কিছুই করিতে পারেন নাই। তাহাদের উপহার-ত্রব্যের মধ্যে যেগুলি অবশিষ্ট ছিল, সেইগুলি এইবার দেওয়া হইল। ডিসেম্বর মাঙ্গে মহা সমারোহে সম্রাটেয় উদ্বাহকাৰ্য্য শেষ হইয়া গেল। আহার পর জায়s কয় মাস কাটিল। ১৭১৭ খ্ৰীঃ অন্ধের জুন মাসে, ইংরাজেরা তাহাঙ্কেৰ প্রাধিত বাদশাহী ফরমান প্রাপ্ত হইলেন। কেবল ফারমান জছে,এই & 2