পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निबूङ श्ङन । गयाघ्रंशद्भब भखि नैन इश्वाब्र गब्र, बूचनैनांबांटगङ्ग, নবাবই, ফৌজদার নিয়োগ করিতেন। বাদলাহ-দরবারে, বিতাগীয় ফৌজদারগণের যথেষ্ট সন্মান ছিল। অনেক ফৌজদার, কাৰ্য্য-কুশলতা দেখাইয় মুবাদারীপদ লাভ করিতেন। ইহঁদের মধ্যে আবার কেহ কেহ এক হাজারী হইতে, চারি-হাজারী পৰ্য্যস্ত মন্সবদার হইতেন। পদমৰ্যাদা অনুসারে তাহাদের অধীনে পাচশত হইতে এক সহস্ৰ পৰ্য্যন্ত সৈন্য থাকিত । ইহাই । “ফৌজদারী-ফৌজ” নামে বিখ্যাত। ফৌজদারগণ রাজসন্মানের সহিত সাধারণে বাহির হইতেন । পথিমধ্যে গমনকালে—ছত্র, আড়ানী প্রভৃতি সম্মান-সুচক রাজ চিহ্ন, তাহারা উপভোগ করিতে পাইতেন । রণবাস্থ্যও র্তাহীদের শোভা-যাত্রার সৌন্দর্য্য বৃদ্ধি করিত। যাহাতে দেশের মধ্যে কোনরূপ অশান্তি ও দাঙ্গ-হাঙ্গামা উপস্থিত না । হয়, ফৌজদার তাহার উপায় বিধান করিতেন। তাহার এলাকার মধ্যে, যাহাতে কোন জমিদার কোনরূপ দুর্গ-নিৰ্ম্মাণ করিতে না পারেন, অথবা সেনা-সংগ্রহ ও অস্থাদি প্রস্তুত করিতে না পারেন, ফৌজদার সর্বদাই সেদিকে দৃষ্টি রাথিতেন। অবাধা ও বিদ্রোহী জমিদারকে বাদসাই-ফৌজ সহায়ে ধৃত করিয়া, মুৰাদারের নিকট পাঠাইতেন। যখন কোন কারণে তাহার অতিরিক্ত সেনার প্রয়োজন হইত, সেই সময়ে ফৌজদারীর মধ্যে নিয়োজিত সেনানী ও মন্সবদারগণ র্তাহাদের অধীনস্থ সেনা লইয়া ফোঁজদারের সহিত মিলিত হইতেন । আৰাৱ সুবেদারের প্রয়োজন সময়েও ফৌজদার তাঙ্গকে সেনা-সাহায্য করিতেন । চোর ডাকাত দমনকরা, ফৌজদারের একটা বিশিষ্ট কৰ্ত্তব্য ছিল । অনেক সময়ে দলবদ্ধ ডাকাতদের পশ্চাতে সসৈন্তে ধাবমাম হইয়া, তিনি তাহাদের ধৃত করিয়া সমূঙ্গে উৎপাটন করিতেন। ধরিতে গেলে, ফৌজদারগণই প্রকৃতপক্ষে দেশের শান্তিরক্ষক ছিলেন । যে ফৌজদার কৰ্ত্তব্য-পরায়ণ হইতেন ও কঠোর , নীতি অবলম্বনে দেশ-শাসন করিতেন—ৰ্তাহার আমলে প্রজাগণ অতি নিঃশঙ্কভাবে জীবন যাপন করিত।* • , পুলিল-বিভাগও এই ফৌজদারের হাতে ছিল । তাহার `बहैौष्टम् नiबंস্থানে শাস্তিরক্ষার জন্য “খান” স্থাপিত হইত। থানাদার ও পুলিস-প্রহরীগণ দেশের অভ্যন্তরিণ শান্তিরক্ষা করিত। প্রধান প্রধান নগর-সমূহে--

  • Seir Mutakharin—PP. 567, to 563: