পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

むな、 কলিকাত সেকালের ও একালের । মহারাষ্ট্রগণ যে সময়ে বঙ্গদেশে আগমন করে অর্থাৎ সেই ১৭৪২ খৃঃ অব্দে, কলিকাতা সহরের অবস্থা কিরূপ ছিল—তাহ একবার পর্য্যবেক্ষণ করা যাউক । ১৭৪২ খ্ৰীঃ অবে কলিকাতার যে সকল নক্সা প্রস্তুত হয় তাহাতে এই খাতটা বিশেষ রূপে চিহ্নিত করা আছে । ১৭৯৩ খৃঃ অকে অপজনেয় ম্যাপেও এই খাতের স্থান নির্দেশ দেখা যায়। রেভারেও হাইড এই নক্স দেখিয়াই তৎসম্বন্ধে মন্তব্য প্রকাশ করিয়া গিয়াছেন। উমিচাঁদ ও র্যাক-জমীদার গোবিন্দরাম মিত্রের বাগানগুলিকে রক্ষা করিবার নিমিত্ত এই খাতটা হালসীবাগানের নিকট বক্রণকারে ঘুরিয়া আসে । ১৭৪২ অকের এই নক্স হইতে জানা যায়, এই সময়ে কলিকাতার ইংরাজ অধিবাসিগণের অধিকৃত স্থানের চারিদিকে, বহিঃশত্রুর আক্রমণ ব্যর্থ করিৰার জন্ত, সুদীর্ঘ কাঠের বেড়া দেওয়া ছিল। ভাগিরথীর দিকেও এই বেড়াগুলি, ইহার তীরস্থ ইংরাজের বাগানবাটী ও বাসভবনের রক্ষণবন্ধনী স্বরূপে বর্তমান ছিল । গঙ্গাতীরে—দুই এক স্থানে নগরের প্রবেশদ্বাররূপে দুই চারিট গেট বা ফটক নিৰ্ম্মিত হইয়াছিল। আজকাল আমরা স্থাণ্ড-রোড বা ভাগিরথী তীরবর্তী প্রশস্ত পথটকে যে ভাবে দেখিতে পাইতেছি, তখন তাহ নদীগর্ভে ছিল। নদীগর্ভ সরিয়া যাওয়ায়, তটভূমি ভরাট করিয়া পরে এই পথ নিৰ্ম্মিত হইয়াছিল। বৰ্ত্তমান কয়লাঘাট ষ্ট্রীট ও ফেয়ার্ল-প্লেস্ অর্থাৎ ষে স্থানের মধ্যে কলিকাতার প্রাচীন দুর্গ ছিল, সেইস্থানে গঙ্গারধার দিয়া আর একটী ক্ষুদ্র পথ ছিল বটে, কিন্তু তাহ বৰ্ত্তমান “ষ্ট্রাণ্ড-রোড" নহে। এই পথের পশ্চাতে ইংরাজদের বাগানবাটা, দুর্গের মালগুদামের একাংশ, জাহাজ মেরামতের জন্য একটা ক্ষুদ্র ডক ছিল। তখন হেষ্টিংস ষ্ট্রীটের অস্তিত্ব ছিল না। আজকাল হেষ্টিংস ট্রীট বলিয়া যাহা পরিচিত, যাহার পার্শ্বে গবর্ণমেণ্ট-প্রিণ্টিং ও বরণ কোম্পানীর কাৰ্যালয় প্রভৃতি অবস্থিত, তাহা তখন একটা থালমাত্র ছিল । খালট বরাবর বর্তমান ক্রীকৃরোর মধ্য দিয়া ধাপায় গিয়া মিলিত হয়। খালটা যে নিতান্ত ক্ষুদ্র ছিল এরূপ বোধ হয় না। কারণ এই খালের জলে ১৭৩৭ খৃঃ অন্ধের বিখ্যাত ঝড়ে একখানি জাহাজ ডুবিয়া গিয়াছিল ইহারও প্রমাণ পাওয়া যায়। ভাগিরথী ও এই খালের সংযোগস্থলে, বৰ্ত্তমান চর্চ লেনের কোণে ও হেষ্টিংস ট্রটের সান্নিধ্যে একটা চতুষ্কোণ মাটার বুরুজ ছিল। chariot of health, J gales of 富●Gre tion قیام- سد Oto Ο ys f Qia 3. g 8巫l oy the G d ld da Q J հ