পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬২ কলিকাতা সেকালের ও একালের । ইংরাজ-টোলার পরই, পটুগীজ ও আর্মাণী-টোলা। বর্তমান যুগাঁহাটার সীমা হইতে আরম্ভ হইয়া—বড়বাজার খোংরাপটীর আশ্বাণী-গির্জা ও তৎসংলগ্ন গোরস্থান পৰ্য্যন্ত বিস্তৃত ভূভাগে, পটুগীজ ও আৰ্ম্মিনিয়ানগণ বাস করিত । ইহার কোম্পানীর সহিত ব্যবসা-বাণিজ্যে লিপ্ত ছিল । খোজ সরহদ, খোজ পিট্রস প্রভৃতি আরমাণিগণ ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তি। ইহার পরই—এদেশীয় লোকেদের বাস-পল্পী । এই পল্লী পূৰ্ব্বোক্ত রক্ষাবন্ধনী বা “প্যালিসেডের” বাহিরে। উত্তরে সুতালুট হইতে আরম্ভ করিয়া, শোভাবাজার, কুমারটুলি বাগবাজার বেষ্টন করিয়া, মারহাট্টা খাতের পার্শ্ব দিয়া সার্কিউলার রোড, হীলসীবাগান, শিয়ালদহ, বৌবাজার প্রভৃতি সীমানার মধ্যবর্তী ভূভাগ, দেশীয় ভদ্রলোকদের আবাসস্থান ছিল । অবশ্য এই সকল স্থানে তখন এত ঘন বসতি হয় নাই। অনেক স্থান বন জঙ্গল পরিপূর্ণ ছিল । বর্তমান চিৎপুর রোড একটা সরু জঙ্গলময় পথ ছিল। বৌবাজারের বর্তমান রাস্তার অস্তিত্ব ছিল না । গোবিন্দরাম মিত্র ও বনমালী সরকারের জস্ত কুমারটুলি জাকিয়া উঠিয়াছিল। মহারাজ নবকৃষ্ণের জন্য শোভাবাজার গুলজার হইয়াছিল। বর্গীর ভয়ে, অনেক লোক নানাস্থান হইতে আসিয়। কলিকাতায় ইংরাজের আশ্রয়ে বাস করে । ইহাতে প্রাচীন কলিকাতার দেশীয় পল্লীসমূহ ক্রমশঃ জনপূর্ণ হইয় উঠে। ১৭৯৩ খ্ৰী: অব্দে, অপজনের ম্যাপে আমরা দেখিতে পাই—“নেটিভ টাউনের বিস্তৃতি বড়বাজার হইতে বৈঠকখানা বাজার পর্য্যন্ত ছিল।” হোগলকুড়িয়া, সিমুলিয়া প্রভৃতি স্থানও ক্রমশঃ জনপূর্ণ হইয়া উঠিতেছিল।* তখন এত বড় ঘর গলিখুঁজির অস্তিত্বমাত্র ছিল না। চারিদিকে পর্ণকুটার, মধ্যে মধ্যে জঙ্গল, কোথাও বা নীলা-নর্দাম- বড় বড় পুষ্করিণী ও বাগান-বাগিচা । তথনকার এক একটা পল্পীতে, এক এক শ্রেণীর ব্যবসায়ীর বাস করিত। তাহীদের নামান্থসারেই সেই সমস্ত পল্লীর নামকরণ হইয়াছিল। কুমারটুলীতে

  • The demarcation between the “white” and “black” towns, were even sharper. The people of the country were indispensible to the prosperity of the factory, but they were not permitted within the pallisades. Outside the stocaded two hundred and twenty acres which comprised Christian Calcutta there had therefore sprung up to the north and last a large and flourishing “Native-town” withiu the wider contour of the Mahratta Ditch. Its importance and extent were materially increased by the influx of population from the western bank of the river which aceompanied the Mahratta Scare in 1742. Cotton P-51.