পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । HOH কুলী ও মুটিয়াদের প্রতি কোম্পানীর দয়া । “বকসী সাহেব বোর্ডকে জানাইয়াছেন, যে চন্দননগর অবরোধ ব্যাপারে, লর্ড ক্লাইভের সেনাদলভুক্ত অনেক মুটিয়া ও কুলী, যুদ্ধস্থলে নিহত হইয়াছে। তাহদের পরিবারবর্গ দুরবস্থায় পড়িয়া আমাদের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছে। এজন্য আদেশ করা গেল—যে সকল কুলী ও মুটিয়া, এই যুদ্ধকার্য্যে নিযুক্ত থাকিয়া আহত হইয়াছে বা মরিয়া গিয়াছে, তাহাদের আশ্রিত ও পোষ্যগণকে সাহায্য-স্বরূপ, প্রত্যেক পরিবারে প্রয়োজন মত ৮NI১•N টাকা হিসাবে সাহায্য দেওয়া হউক ” Proceedings of the Board. April 1757. ইট ও চুণের দর। g প্রাচীন কলিকাতার ১৭৫৭ খৃষ্টাব্দে চুণ ও ইটের দর কিরূপ ছিল, তাহার একটী সামান্য উদাহরণ দিতেছি। একটা মস্তব্যে প্রকাশ-—“গড়ের মাঠের নুতন কেল্লা নিৰ্ম্মাণের “কমিটী-অব-ওয়ার্ক” সমিতির অধ্যক্ষ, আমাদের রিপোর্ট দিয়াছেন—“যে র্তাহারা ৩% করিয়া ( প্রতি হাজার ) কোম্পানীর মাপ অনুযায়ী ইট প্রস্তুত করিবার জন্য, ইটওয়ালাদের আদেশ দিয়াছেন। চুণের দরও একশত মণ ৩৯২ টাকা হিসাবে ধার্য্য হইয়াছে। যত ইট প্রয়োজন হইবে, উক্ত দরেই পাওয়া যাইবে । চূণ, আপাততঃ চল্লিশ হাজার মণ অর্ডার দেওয়া গেল।” (Proceedings Sept 26. 1757. ) ডাক্তারের বিল । “নবাব কর্তৃক কলিকাতা আক্রমণের সময়, যে সমস্ত ইংরাজ-সৈনিক আহত অবস্থায় চুঁচুড়ায় গিয়া পৌছিয়াছিল, তাহারা সেইস্থানেই চিকিৎসিত হয়। চুচুড়ার ডাক্তার সাহেব ঔষধ ও ভিজিটের মূল্য বাবত ৬৫০ টাকা বিল করিয়াছেন । এই বিল বিশেষভাবে বিবেচনার জন্য রাখা হইল।” (Proceedings Octr 3rd-–1757. ) কড়ির বদলে আনির প্রচলন। এই সময়ে বহরমপুরে ইংরাজদের একটা ছোটখাট কেল্লা নিৰ্ম্মিত হইতেছিল। ইঞ্জিনিয়ার ব্রোহিয়ার সাহেব, কুলী মজুরদিগের হিসাবআনা প্রদান সম্বন্ধে, কলিকাতা কোন্সিলের অধ্যক্ষ ড়েক সাহেবকে লেখেন—“কারিগর ও কুলীদিগকে কড়ি দ্বারা পারিশ্রমিক দিতে গেলে, বড়ই