পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । \)e (* হইবে না। * আমরা যেদিন কলিকাতায় আসিয়া পৌছিয়াছি, তাহার দুই এক দিন পূৰ্ব্বে আপনাদের এই আদেশ প্রচারিত হইয়াছে। আমর। গরীব লোক—অর্থাভাবে বড়ই কষ্ট পাইতেছি। এজষ্ঠ প্রার্থনা, আমাদের প্রাপ্য টাকাগুলি প্রদান করিবার হুকুম-দীনে বাধিত করিতে আজ্ঞা হয়। এ দয়ার কথা আমরা চিরদিনই স্মরণ রাখিব। Proceedings 17th Novr. ( 1757.) পলাতক আসামী । প্রযুক্ত অনারেবল রজার ড্রেক—প্রেসিডেন্ট ও গবর্ণর - এবং কৌন্সিলের সদস্যগণ বরাবরেষু— দরখাস্তকারিগণ-ব্ৰজদুলাল, নাটু, কীৰ্ত্তি ও শ্যাম কোতমা কলিকাতাবাসী ব্যবসায়িগণ । আমাদের বিনীত নিবেদন এই—আমাদের আত্মীয়গণ, কাস্ত কোত মা, পরাণ কোতমা প্রভৃতি আমাদিগের যথাসৰ্ব্বস্ব অপহরণ করিয়া ফরাসীদিগের অধিকৃত চন্দননগরে গিয়া বহুদিন হইতে লুকাইয়া আছে। আমাদের এই অপহৃত সম্পত্তির মধ্যে, ফরাসী ও ইংরাজ-কোম্পানীর হওঁী ও অনেক টাকার খত প্রভৃতি আছে। ইংরাজ-কোম্পানীর প্রদত্ত দুইখানি হুণ্ডার টাকা পাইবার জন্য, আমরা আপনাদের সরকারে দরখাস্ত করিয়া এই চুরির ব্যাপার পূৰ্ব্বে জানাইয়াছিলাম। তখন আপনার ফরাসী-অধ্যক্ষদের লিপিয়াছিলেন—যেন এই হওঁীগুলির পরিবর্তে টাকা না দেওয়া হয় । এক্ষণে ভগবানের ইচ্ছায়, আপনারা চন্দননগর ধ্বংস করিয়াছেন এবং উক্ত পলাতক আসামিগণও এক্ষণে কলিকাতায় উপস্থিত আছে। এজন্য প্রার্থনা, ইংরাজ কোম্পানীর প্রদত্ত উল্লিখিত দুইখানি বণ্ডের টাকা আমাদিগকে প্রদান করিতে আজ্ঞা হয় । আর আমাদের দ্বিতীয় প্রার্থনা এই, উক্ত পরাণ ও কান্তর নিকট আমাদের আর যে সমস্ত থত আছে, তাহাও আদায় করিয়া আমাদের প্রত্যপণের আদেশ হয়। শীঘ্র এ বিষয়ের ব্যবস্থা না করিলে, আসামীরা কলিকাতা ছাড়িয়া অন্যত্র পলাইতে পারে।” Proceedings 20th Dec (1757.)

  • নবাব কর্তৃক কলিকাতা জাক্রমণের সময় যাহার সহর ছাড়িয়া পলাইয়াছিল বা ইংরাজদের কোনরূপ সহায়তা করে নাই—সকেন্সিল গবৰ্ণর সাহেবের আদেশে তাহাজের দাবী-দাওয়া নাকচ করিয়া দিবীর হুকুম হয় ।