পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। 始 সন্তান, গৌড়েশ্বরের নিকট, উড়িষ্যার যুদ্ধ-যাত্রার অনুমতি চাছিলেন। সুলতান, সানন্দ চিত্তে র্তাহাকে উপঢৌকন ও খেলাতাদি প্রদান করিয়া সেনাপতিপদে বরণ করিলেন। এই ব্রাহ্মণ কুলাঙ্গার, এক মুসলমান রমণীর সৌন্দৰ্য্য-বিমূদ্ধ হইয়া—স্বধৰ্ম্ম ত্যাগ করিয়া মুসলমান হইয়াছিল । পাঠক ইহাকে চিনিতে পারিয়াছেন কি ? ইনিই সেই ইতিহাস-প্রসিদ্ধ কালাপাহাড়। কালাপাহাড় বিপুল উদ্যমে উড়িষ্য আক্রমণ করিয়া, তথাকার দেবমন্দিরাদি ধ্বংস করিয়া, নগর গ্রাম জালাইয়া দিয়া, উড়িষ্যা বিজয় করেন। • রামচন্দ্র এই সময়ে সাংসারিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় উপস্থিত হইয়া ছিলেন। মনুষ্য-জীবনের যাহা শ্রেষ্ঠ মুখ, যাহা কিছু পৃহনীয়, সবই তাহার হইয়াছিল। উচ্চ রাজপদ, অতুল ঐশ্বৰ্য্য, পুত্র-পৌত্র-ধন-ধান্তাদি পূর্ণ সংসার। কিন্তু ইহকালের মুখের চরম সীমায় উপস্থিত হইয়া, নিয়তি বশে রামচন্দ্ৰ—ইহলোক ত্যাগ করিলেন। ভবাননা মহা সমারোহে পিতৃশ্ৰাদ্ধ করিলেন । বঙ্গেশ্বর সুলেমান, রামচন্দ্রের মৃত্যুর পরও—তাহার পুত্রগণকে বিশেষ স্নেহের চক্ষে দেখিতে লাগিলেন। বিশেষতঃ রামচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র ভবানন্দ, র্তাহার অতি প্রিয়-পাত্র হইয়া উঠিলেন। সুলেমান সাহের দুই পুত্র ছিল। জ্যেষ্ঠ বৈজিয়দ—কনিষ্ঠ দাযুদ। এই দুই রাজকুমারের সহিত, ভবানন্দ পুত্ৰ শ্ৰীহরি ও শিবানন পুত্র জানকীবল্লডের বড়ই বন্ধুত্ব হইল। বাল্যকালের বন্ধুত্ব, অতি মধুর ও অকৃত্রিম। সাহজাদাগণ—শ্ৰীহরি ও জানকীবল্লভের সহিত দিবসের অধিকাংশ সময় থাকিতেন। একত্রে অধ্যয়ন, মল্লক্রীড়া, অশ্বারোহণ, অস্ত্রশিক্ষা—প্রভৃতিতে তাহাদের মধ্যে প্রীতির একটা দুচ্ছেন্ত বন্ধন আঁটিয়া গেল। বিশেষতঃ সাহাজাদা দাউদ, উইাদের উপর এত অনুরক্ত ছিলেন, যে এক সময়ে তিনি প্রতিজ্ঞা-পূর্বক বলিয়াছিলেন—“আমি যদি কখনও রাজা হই, তাহা হইলে তোমাদের দুই ভাইকে মন্ত্ৰী করিব।” ১৫৭৩ খ্ৰী: অন্ধে বঙ্গেশ্বর সুলেমান ইহ-লীলা সম্বরণ করেন। জ্যেষ্ঠ

  • উড়িষ্যায় এখনও এই কালাপাহাড়ের কীৰ্ত্তিসূচক একটা ছড়া শুনিতে পাওয়া যায়।

আইল কালাপাহাড় ভাঙ্গিল লোহার বাড়, খাইগ'মহানদী পামি স্বর্ণ খাদিরে হেড়া পরশস্তি মুকুলাঙ্করাণী।