পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ψδοίν কলিকাতা সেকালের ও একালের । শবৰাহী-গাড়ী করিয়া, এই মৃতদেহ “পার্কস্ট্রীট সমাধি-ক্ষেত্রে” লইয়া যাওয়া হয়। কলিকাতাবাসী সমস্ত সন্ত্রাস্তু ভদ্রমহোদয়গণ, পান্ধী ও গাড়ী করিয়া শবদেহের অনুগমন করেন। ফোট উইলিয়াম দুর্গ-প্রাকার হইতে, প্রতি মিনিটে শোকসূচক তোপধ্বনি করা হয়। দুর্গ হইতে প্রেরিত পদাতিক- “ সৈন্য ও গোলন্দাজের দল—এই সমাধিযাত্রার সঙ্গী হইয়াছিল। সমাধিক্ষেত্রের দ্বারের নিকটবৰ্ত্তী হইলে, কোম্পানীর সৈন্তগণ রাস্তার দুইদিকে, অস্ত্র অবনত করিয়া সারি দিয়া দাড়াইল । ব্যাণ্ড হইতে পবিত্র ধৰ্ম্ম-সঙ্গীত গীত হইতে লাগিল। মিঃ জষ্টিস্ হাইড * ও সার উইলিয়াম উইলকিনের তত্ত্বাবধারণে, স্যর উইলিয়াম জোন্সের পবিত্র দেহ সমাহিত হয় । কলিকাতা সহরের সীমা-নির্দেশ । গবর্ণমেণ্টের প্রধান সেটেক্রারি মিঃ হে, কলিকাতায় সেরিফ ও মিঃ এড়মগুষ্টোনকে (সরকারী পারসী অনুবাদক ) সঙ্গে লইয়া কোট-হাউসে, উপস্থিত হন। কলিকাতা সহরের সীমা-নির্দেশ করিয়া যে মন্তব্য গবর্ণমেণ্ট সাধারণে বিজ্ঞাপিত করিতে ইচ্ছুক, তাহ সৰ্ব্বসমক্ষে “ঘোষণা” রূপে পাঠ করা হয়। ( ১১৯১৭৯৪ ) কলিকাতায় প্রথম পাকা রাস্ত । গবর্ণমেণ্টের আদেশে, কলিকাতার র্কাচ রাস্তাগুলি পাকা করিবার জন্ত, বীরভূম হইতে অনেক পাথর আনা হইয়াছে। এই পাথরগুলির সহায়তায়, নূতন ভাবে পথ্য-সংস্কার হইলে, সহরের যথেষ্ট উন্নতিসাধিত হইবে। ধূলা ও কাদার জন্ত সহরের অনেক পথই সময়ে সময়ে দুর্গম হইয় পড়ে। রাস্তাগুলি পাক হইলে, সহরবাসিগণ সকল বিষয়েই উপকৃত হইবেন । ( ১১৯১৭৯৪ ) সাহেব-ডাকাত কর্তৃক কোম্পানীর খাজনা ঠ i গত সোমবার—নয়জন সাহেব, একদল সিপাহীকে, উলুবেড়িয়ার নিকট আক্রমণ করে। সিপাহীরা, মেদিনীপুর হইতে, কোম্পানী-বাহী

  • এই হাইড সাহেব, বহুদিন ধরিয়া কুপ্রীম-কোর্টের জঙ্গীয়তী করিয়াছিলেন। মহারাজ মলকুমারের বিরুদ্ধে আনীত জাল-মোকৰ্দমাতেও হাইড সাহেব চরিজন জজের অষ্ঠতম ছিলেন ।