পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১২ কলিকাতা সেকালের ও একালের । এই ব্যাপার দেখিয়৷ ঘাবড়াইয়া গিয়াছিল। সেই অভিনেতা জজের সম্মুখে সে প্রকৃত ঘটনা প্রকাশ করিয়া ফেলিল। জজ তাহাকে কঠোর তিরষ্কার করিয়া বলিলেন—“এবার তোমায় ছাড়িয়া দেওয়া গেল। কিন্তু আর কখনও চুরী করিও না ও এই থিয়েটুরের ত্রিসীমানায় আসিও না।” বলুন দেখি পাঠক ! এটা জীবন্ত অভিনয় নয় কি ? ১৮১৭ খ্ৰীঃ অব্দে দমদমাতেও একটী থিয়েটার স্থাপিত হয়। এই থিয়েটার বহুদিন বৰ্ত্তমান ছিল । এতদ্ব্যতীত বৈঠকখানা বাজারেও “থিয়েটার বৈঠকখানা” বলিয়া একটি থিয়েটার ছিল। তখনকার থিয়েটারে ইলেক্‌টিক পাখা ছিল না, গ্যাসের আলোও ছিল না । তেলের আলোতেই কাজ চলিত। ভবিষ্যৎ গবর্ণর জেনারেল লর্ড অক্লাণ্ডের ভগিনী, কুমারী ইডেন * তাহার একখানি বিলাতী-পত্রে সেকালের সাহেবী থিয়েটারের কষ্টের কথা অনেক বলিয়া গিয়াছেন। ঘোড়দৌড়ের মাঠ । ঘোড়দৌড় কলিকাতায় অনেকদিন হইতে প্রচলিত। ১৭৮৪ খৃঃ অন্ধের “হিকিস-গেজেটে” এই ঘোড়দৌড়ের প্রথম বিজ্ঞাপন দেখিতে পাওয়া যায়। সেট ওয়ারেণ হেষ্টিংসের আমলের শেষভাগে । ইহার পর ১৭৯৫ পৰ্য্যস্ত যে সমস্ত ঘোড়দৌড় হইয়াছিল, তাহার বিবরণ পাঠক পূৰ্ব্বে দেখিয়াছেন । ১৮০৩ খ্ৰীঃ অব্দে “জকিফ্লবের” প্রাণপ্রতিষ্ঠা হয়। আগে গার্ডেনরিচের বা বৰ্ত্তমান মেটিয়াবুরুজের উপান্তভাগে, অকড়ী-বারুদথানায় ঘোড়দৌড়ের মাঠ ছিল । বারুদপান নামের কারণ. এখানে কোম্পানীর একটা ম্যাগাজিন বা ষারুদাগার ছিল । বর্তমান ঘোড়দৌড়ের মাঠ ১৮১৯ খ্ৰীঃ অব্দে খোলা হয়। এতদ্ভিন্ন বারাসতেও ঘোড়দৌড় হইত। ক্রিকেট । প্রাচীন কলিকাতায় ক্রিকেটের প্রথম প্রচলন হয়, ১৮০৪ খ্ৰীঃ ১৯শে জানুয়ারী। উক্ত দিবসে কোম্পানীর ইটোনিয়ান সিভিল-সাৰ্ভেণ্ট ও অন্যান্ত ইংরাজদের মধ্যে প্রথম “ক্রিকেট-ম্যাচ” হয়। ইহার পূৰ্ব্বে প্রকাপ্ত ভাবে ক্রিকেট-ম্যাচের আর কোন বিবরণ পাওয়া যায় না।

  • বর্তমান ইডেন-গার্ডেল এই কুমারী ইডেনই প্রতিষ্ঠা করেন।