পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । ৭১৩ সেকালের আদালতের জজদিগের এদেশীয় ভাষা শিক্ষা । তখন আদালত সমূহে ইংরাজীর এত প্রচলন হয় নাই। পারসী ভাষায় লিখিত দলিলের ও সওয়াল-জবাবের তখন খুব প্রাধান্ত ছিল। অনেক দলিল বাঙ্গালাতেও লিথিত হইত। এইজন্ত গবৰ্ণমেণ্ট ১৭৯৮ সালের ২১ ডিসেম্বর ও তৎপরে ১৮০১ সালের ১লা জানুয়ারী এক আদেশ প্রচার করেন –“আদালতের জঞ্জদিগকে হিন্দী, পারসী ও বাঙ্গলা ভাষায় পরীক্ষা দিয়া ঐ সমস্ত ভাষায় অভিজ্ঞতা লাভ করিতে হইবে। তাহা না হইলে তাহারা জজীয়তা পাইবেন না ।” (১) যে কোন সিভিলিরান, বাঙ্গল বিহার ও উড়িষ্যার দেওয়ানী আদালতের জজ কিম্ব রেজিষ্টারের কাজ করিবেন, তাহাদের পারসী ও হিন্দুস্থানী জানা আবশ্যক । (২) রেভেনিউ-কালেক্টার, কষ্টম-কালেক্টার, কমাসিয়াল-রেসিডেন্ট, নিমকির-এজেন্ট প্রভৃতি কৰ্ম্মচারিগণ, যাহার। বাঙ্গালা ও উড়িষ্যার মধ্যে কাজ করিবেন, তাহীদের বাঙ্গালাভাষায় অভিজ্ঞ হওয়া প্রয়োজন । (৩) রেভেনিউ-কালেক্টর, কষ্টম-কালেক্টার, অপিয়ম-এজেন্ট, কমাসিয়াল-রেসিডেন্ট প্রভৃতি কৰ্ম্মচারিগণ, র্যাহারা বেহার ও উড়িষ্যার মধ্যে কাজ করিবেন, তাহদের হিন্দুস্থানী ভাষা জানা আবশ্যক।* সেকালের লাট-দর্শনের ব্যবস্থা । সেকালের এরূপ ব্যবস্থা ছিল, ইংরাজ গবর্ণমেণ্টের যে কোন ভদ্রশ্রেণীর প্রজা, লাট-সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া, তাহার অভাব অভিযোগ জানাইতে পারিত। সাধারণের অভিযোগ ও দরখাস্ত, সবই লাট-বাহাদুর একটা নির্দিষ্ট সময়ে গ্রহণ করিতেন । ১৮০০ খৃঃ অব্দের ২৫এ সেপ্টেম্বরের একটা সাধারণ নোটিস হইতেই ইহা প্রমাণিত। সে নোটিসটা এই— The Most Noble the Governor General wiil give audience from 6 untill 12 o'clock on Monday next. এক মজাদার বিজ্ঞাপন । - সেকালের টাকার কত ছড়াছড়ি ছিল, তাহ নিম্নলিখিত বিজ্ঞাপনটী

  • Govt. Order dated 21th December. 1798.

ఫి