পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । من موابيا . গোপাল ঘোষের প্রস্তর-মূৰ্ত্তিও প্রতিষ্ঠিত আছে। এতদ্ব্যতীত স্যর হেনরি কটন, জজ গ্রিন্সেপ, স্যর উইলিয়ম নটু, স্যর উইলিয়ম কেসমেন্ট, চালর্স হে, ক্যামরান, লেফটেনাণ্ট গবর্ণর স্যর উইলিয়াম গ্রে, মানেকৃজী রন্তমজী, স্যর চালর্স নিভেন্স, স্যর হেনরি রিকেটস প্রভৃতি সেকালের নামজাদ সম্রান্ত ইংরাজগণের ছবিগুলি এখনও বর্তমান। বড় বড় সভাসমিতি ও সাহেবদের-ভোজ, বল প্রভৃতি উৎসবে এই টাউনহল ব্যবহৃত হইয়া থাকে। বৰ্ত্তমান টাউনহল, প্রাসাদময়ী কলিকাতার গৌরব স্বরূপ। বহু জনসমাগমের স্থান সঙ্কুলান করিবার উপযুক্ত—এরূপ সুবৃহৎ দ্বিতল বাড়ী কলিকাতায় আর নাই। মেটকাফ হল ও ইম্পিরিয়েল লাইব্রেরী। হেয়ার-স্ট্রট ও ট্রাণ্ড-রোডের সন্ধিস্থলে, মেটকাফ-হলের এই প্রাসাদতুল্য সুন্দর অট্টালিকা বর্তমান। অধুনাতনকালে ইহা “ইম্পিরিয়াল-লাইব্রেরী” নামে প্রখ্যাত। লর্ড কর্জন, ভূতপূৰ্ব্ব মেটকাফ-হলের স্বত্বাধিকারীগণের নিকট ভারত গবৰ্ণমেণ্টের তরফ হইতে, এই লাইব্রেরীটি কিনিয়া লয়েন। তৎপরে . নবভাবে সংস্কৃত হইয়া, তাহারই চেষ্টায়, ইহা বৰ্ত্তমান অবস্থায় উপনীত হইয়াছে। অধুনাতনকালে ইহার সৌষ্ঠব-সৌন্দৰ্য্য যথেষ্ট বৃদ্ধি পাইয়াছে এবং অসংখ্য নূতন পুস্তকাদি ইহাতে সংগৃহীত হইয়াছে। বিলাতের সুপ্রসিদ্ধ ব্রিটিশ-মিউজিয়ম নামক লাইব্রেরীর অনুকরণে, ইহার কার্য্যপ্রণালী অনুষ্ঠিত হয়। ইহা কলিকাতা সহরের বিদ্যার্থীগণের, জ্ঞানালোচনার পবিত্র রত্নমন্দির। সৰ্ব্ববিষয়িণী-পুস্তক ইহাতে আছে। পাঠকগণ বিনামূল্যে এই পাঠাগারে বসিয়া, পুস্তকাদি পাঠ করিতে পারেন। সাধারণের পক্ষে— পুস্তকাদি বাটতে আনিবার নিয়ম নাই, তবে বিশেষ বন্দোবস্তে আনিতে পারা যায় । - লর্ড মেটকাফের নাম, বঙ্গবাসী সহজে ভুলিবে না। তিনি বাঙ্গালীকে “মূদ্রাফক্সের-স্বাধীনতা" নামক অমূল্য রত্ব প্রদান করেন। মেটকাফ সাহেব ১৮৩৫ হইতে ১৮৩৬ খ্ৰীষ্টাব্দের মার্চ পৰ্য্যন্ত, অতি অল্প সময়ের জষ্ঠ, অর্থাৎ লর্ড বেণ্টিন্ধের প্রস্থানের পর হইতে লর্ড অকল্যাণ্ডের আগমন কাল পর্য্যস্ত, গবর্ণর-জেনারেলের পদে প্রতিষ্ঠিত ছিলেন। তাহারই স্মৃতি রক্ষার্থে, ইংরাজ ও এদেশীয় ব্যক্তিগণ একত্রিত হইয়া, এই লাইব্রেরীটী