পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:సెస్సిసి, কলিকাতা সেকালের ও একালের । জেনারেল পদে নিযুক্ত ছিলেন। এই লর্ড অকল্যাণ্ড ও তাহার ভীক্ষ (মিসেস ইডেন) অবিবাহিত ছিলেন। তাছার সহোদরাদ্বয়ের প্রধান কাঞ্জি কলিকাতার নন্দনকানন—বর্তমান ইডেন-গার্ডেন। লর্ড অকল্যাণ্ড, কাৰুলের জামীর সাহমুজার পক্ষ সমর্থন করায়, কাবুল-যুদ্ধ সংঘটিত হয়। তিনি তাহার কৌন্সিলের সহযোগীরূপে, স্বনামপ্রসিদ্ধ লর্ড মেকলের সহায়তা লাভ করেন । র্তাহার আমলেই, মার্শম্যান সাহেব “Friend of India” নামক সমীচীর পত্র প্রচার করেন। অকৃল্যাণ্ডের এই পিত্তলপ্রতিমূৰ্ত্তি, এখন ইডেন-গার্ডেনের বহির্দেশে অবস্থিত। আগে ইহা উক্ত ৰাগানের মধ্যেই ছিল । লর্ড নর্থব্রুক । হাইকোর্টের যে পথ দিয়া জজেরা আদালত-গুহে প্রবেশ করেন, সেই পথের অপর পাশ্বে ভারতের ভূতপূৰ্ব্ব ভাইসরয়, লর্ড নর্থব্রুকের প্রতিমূৰ্ত্তি প্রতিষ্ঠিত। ১৮৭২ হইতে ১৮৭৬ খৃষ্টাক পর্যন্ত, তিনি গবৰ্ণরজেনারেল ও বড়লাট-সাহেবের পদে অভিষিক্ত ছিলেন । ১৯০৪ খ্ৰীষ্টাব্দে বিলাতে র্তাহার মৃত্যু হয়। ইষ্টার শাসন সময়ে, আমাদের ভূতপূৰ্ব্ব গৌরবান্বিত ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ড, প্রিন্স-অব-ওয়েলস রূপে এদেশে আসেন। ইহঁর আমলে ১৮৭৩-৭৪ খ্ৰীষ্টাব্দে ভারতব্যাপী ভীষণ দুর্ভিক্ষ হয়। লর্ড নর্থব্রুকের একান্ত চেষ্টায়, এই মহাদুর্ভিক্ষের শাস্তি হইয়াছিল। এই প্রজ-বৎসল শাসনকৰ্ত্তা, সেই সময় নিজে দুর্ভিক্ষ-পীড়িত স্থানগুলি স্বচক্ষে পরিদর্শন করেন । দারুণ গ্রীষ্মের সময়ও, তিনি সিমলা-প্রবাসে যাওয়া বন্ধ করিয়া, মাৰ্ত্ত প্রজাগণের দুঃখ মোচনের ব্যবস্থা করিয়াছিলেন । লর্ড উইলিয়ম বেণ্টিঙ্ক । টাউনহলের সম্মুখস্থ ক্ষুদ্র ময়দানে, লর্ড বেটিঙ্কের পিত্তল-প্রতিমা সংস্থাপিত। ইনি ১৮২৮ হইতে ১৮৩৫ খ্ৰীষ্টাব পৰ্য্যন্ত লাট-সাহেবের কার্য্য করিয়াছিলেন। এই পিত্তল নিৰ্ম্মিত ষ্ট্যাচুর গাত্রে সতীদাহের একটা চিত্র খোদিত আছে। কারণ, ইহঁার আমলেই এই ভীষণ সতীদাহ-প্রথা নিবারিত হয়। ১৮•৩ ইষ্টতে ১৮৯৭ খ্ৰীষ্টাব্দ পর্য্যত ইনি মাম্রাজের গবর্ণরী করেন। ইছার আমলে । সতীদাহ ও ঠগী-নিবারণ, এদেশবাসীগণকে উচ্চশিক্ষা দানের জন্য লর্ড মেক্‌লে প্রণোদিত Education Bill পাশ, মেডিকেল