পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কলিকুতুহল । । অন্যমত । আমাতেও নাহি কোন দোষের সঞ্চার। তবে কি কারণে ছেরি হেন ব্যবহার । বিহিত অঞ্জলি পুটে করিয়া বিনতি। ঋষিগণে জিজ্ঞাসা করেন নরপতি ॥ ঋষিগণ আপনার সবে বিচক্ষণ । জানেন ভবিষ্য ভূত আদি বিবরণ। এই দেখ পৃথিবীর যত প্রজাচয় আছিল সকলে প্রায় সুনিৰ্ম্মলাশয় ॥ ক্রমে সে সবার মন পাইল বিকৃতি । অন্যায় বিবাদে কেন দেখি ভিন্ন রীতি। দ্বিজগণ পুৰ্ব্বমতে স্বধৰ্ম্ম অচার। করিতে তাদৃশ শ্রদ্ধা না করে প্রচার। রাজন্য দাক্ষিণ ভাৰ তেজেছে রণেতে । বৈশ্য শস্য জীবী হয়ে কাতর ধনেতে ॥ শূদ্রে নাহি করে তেন দ্বিজ শুশ্ৰষণ । কালেতে না বৃষ্টি করে জলধরগণ ॥ সপির সৌরভ নাজ্ঞিদেখি পূৰ্ব্বমত। গোত্রাহ্মণগণে দুঃখী হেরি অবিরত। কামী লোভী কপটী হয়েছে বস্থজন । কামিনী না করে কেন স্বপতি সেবন ৷ ক্ষুধায় তৃষ্ণায় লোক কি জন্যে পীড়িত। বিবেচনা তেজে কেন সবে হিতাহিত ॥ শুনেছি রাজার পাপে রাজ্য পায় মাশ। অামাতেও নাহি কোন দোষের প্রকাশ ! দেব দ্বিজ গুরু বৃত্তি কখন না হরি। অদণ্ড্যেতে দণ্ড কদাচিৎ নাহি ধরি। পরধন পরদারাপ্রতি নাহি লোভ ; অন্যায় বিচারে চিত্ত সদা পায় ক্ষোভ ॥ মশাসন নাহি মোর রাজ্যে লৰল্লেশ । তবে কেন হৈল তাহে অধৰ্ম্ম প্রবেশ কহ২ ঋষিগণ তার বি