পাতা:কাদম্বরী নাটক.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. কদম্বরী নাটক । মহ। ওকি সই ? “গাছে না উঠতেই এক কাদি ” পান দিতে গিয়ে যে একেবারে সমস্ত দিছে ? কাদ। (সলাজে ) আমি তো ভাই তখনি বলেছি যে, আমি পারবে না, তবু তোমার জেদ। ( জনেক কঞ্চকর প্রবেশ । কঙ্কু। দেবী মহাশ্বেতে! মহারাজ ও রাণী আপনাকে দেখ বার নিমিত্ত সাতিশয় উদ্বিগ্ন হয়েছেন, আমুন আমার সহকারে তথায় कळून । মহা । ( গাত্রোথন করিয়া ) সখি ! আমি আসি, দেখে রাজকুমারকে এসে যেন ফিরে পাই। কাদ। কেন, আমি কি গোবাঘ, যে ধরে খেয়ে ফেলবো ? মহা । না তা নয়, ও চক্ষের কটাক্ষে জগত মোহ যায়, তা রাজকুমার কি বাদ ? কঞ্চক সহ মহাশ্বেতার প্রস্থান। কাদ। (লজ্জিত ভাবে) রাজকুমার! যখন সানুগ্রহ পূৰ্ব্বক আমাদের এই গন্ধৰ্ব্ব নগরীতে পদার্পণ করেছেন, তখন যে শীঘ্র আপনাকে আমাদের পরিত্যাগ করতে দিব তা কখনই না। অতএব এক্ষণে একবার (জনেক সহচরীর প্রতি) ললনে ! আমার প্রাসাদসন্নিদ্ধ প্রমোদ বনে ক্রীড়া পৰ্ব্বতপ্রস্থ মধ্যে মণিমন্দিরে রাজকুমারকে লয়ে যাও, ইনি তথায় অবস্থান করে, স্বচ্ছন্দে সমস্ত নগরী অবলীলাক্রমে সন্দর্শন করতে সক্ষম হবেন, আর পঞ্চকন্যা এর সেবায় নিযুক্ত হও গে। চন্দ্রা । গন্ধৰ্ব্ব-রাজকুমারি । আমার পূৰ্ব্ব জন্মার্জিত অনেক