পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরূপের আরোপy সন্ধ্যার আলো লেগেছে স্পন্দিত প্রাণ শুন ; চলিতে দীঘির কিনারে o জামু ঘিরি, তৃণৰন । , ঘুমের নিভৃতে নিশ্বাস পড়ে, হংস ফিরিছে ঘরে, শাবকেরা তার বিরিয়া চলেছে ডানা হ’তে জল ঝরে । সহসা শুনিমু কণ্ঠ তুলিয়া হংস কহিছে ডাকি।” *চঞ্চুতে ধরা রেখেছে যে ধরি’ আমারি মত সে পার্থী,— মরাল সে জন মরণ-রহিত রহে সে গগন প’রে, পাখা ঝাড়িলে স বৃষ্টি পড়ে গো চাহিলে জ্যোৎস্না ঝরে ।” আগু বাড়ি’ যাই,--শুনিবারে পাই পদ্ম কহিছে সরে,— “স্বজন পালন করে ষে আপনি আছে সে বৃত্তভরে । আপনার ছাচে মোরে সে গড়েছে ; 'জগৎ’ যাহারে বলে,— সে তো সেই মহাপদ্মের দলে হিম-কণা টলটুলে ।” ఇఆరి