V - 8Ᏹbr —বপুঃ কমলজাবৈকুণ্ঠয়োরেকতাং । [ ম হাভারত। যা ও শীঘ্ৰগতি তুমি পঞ্চবটী বনে । শীঘ্ৰ চালাইল রথ রামে করি শঙ্কা । T মায়া করি দূরে লও শ্রীরাম লক্ষণে । পলায় পরাণ ল’য়ে যথা পুরী লঙ্কা ॥ আপনি যাইব আমি তপস্বীর বেশে । পরিত্রাহি ডাকে সীতা রাম রাম বলি ।
সীতারে হরিব যেন না পায় উদ্দেশে ॥ মারীচ কহিল ব্রাজ মম শক্তি নয় । পাইয়াছি বাল্যকালে ভাল পরিচয় ॥ বালক কালের শিক্ষা অামি জানি ভাল । মুনিযজ্ঞ নষ্ট হেতু গেলাম সে কালে ॥ ন দেখিয়া অস্ত্র রাম করিল সন্ধান । প্রবেশিয়া লঙ্কাপুরী রক্ষা কৈলু প্রাণ ॥ এখন যৌবনকালে ধরে মহাবল । এ কৰ্ম্ম করিলে তার ভাল পাব ফল । এত শুনি দশানন ক্রোধচিত্ত হৈয় ।” মারীচে মারিতে যায় হাতে খড়গ লৈয় ॥ ভয়েতে মারীচ বলে যাব পঞ্চবটী । তুমি বা মারহ কিবা রাম ফেলে কাটি ॥ অসহ তোমার বাক্য রাক্ষস দুর্জন । তুমি মার রাম মারে অবশ্য মরণ ॥ উত্তরিল মারীচ যথায় রঘুবর। কাঞ্চনের মৃগ অঙ্গ দেখিতে সুন্দর ॥ আশচর্য্য দেখিয়া সীতা হরিষ অন্তর । আনিতে কহিল রামে ঘুড়ি দুই কর ॥ সীতার রক্ষণে রাখি লক্ষণ ঠাকুরে । মায়ামৃগ খেদাড়িয়া রাম যান দূরে ॥ কতক্ষণে শ্রীরাম মারেন দিব্যশর । ভাইরে লক্ষণ বলি পড়ে নিশাচর ॥
• ইহা শুনি বিস্ময় মানিল সীতা মনে । শেষে পাঠাইয়। দিল তথায় লক্ষণে ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥
ৰtণণ কর্তৃক সীতা হরণ ও শ্রীরামের পক ধান-রর সহিত মিলন । হেনকালে আলি তথা রাবণ দুৰ্জ্জয় । হরিয়া লইল সীতা দেখি শুন্যালয় ॥
চিহ্ন হেতু স্থানে স্থানে অলঙ্কার ফেলি। জটায়ু নামেতে পক্ষী দশরথ সখা । বহু যুদ্ধ করিল, কাটিল তার পাখী ॥ পড়িয়া রহিল পথে পক্ষী পুরাতন । লঙ্কাপুরে প্রবেশ করিল দশানন ॥ রাবণ বিনয় করি সীতারে বুঝায়। কৃপা করি দেবি তুমি ভজ গো আমায়ু ॥ সীতা বলে মম প্রভু রাম বিনা নাই । এতদিনে সবংশে মজিবে তার ঠাই ॥ " ইহা শুনি বন্দী কৈল অশোক কাননে । রক্ষক রহিল চেড়ী কত শত জনে ॥ মৃগ মারি রঘুনাথ আশ্রমে আসিতে । লক্ষণ সহিত তবে দেখা হৈল পথে ॥
শ্রীরাম কহেন ভাই কি কৰ্ম্ম করিলে ! একাকী রাখিয়া সীতা কি হেতু আইলে । লক্ষণ বলিল দেবী তব শবদ শুনি ।
আমারে নিন্দিয়া বহু পাঠান আপনি ॥ শীঘ্ৰগতি আশ্রমে আসিয়া দুই বীর । শূন্যালয় দেখে দোহে হইল অস্থির ॥
অনেক বিলাপ করি দুই সহোদর। অন্বেষণ করিবারে চলেন সত্বর ॥ ত্যজিয়া আহাঁর জল আলস্য শয়ন ।
এইমতে দুই ভাই করেন গমন ॥ সীতার কঙ্কণ এক ছিল সেই পথে । তুলিয়া নিলেন রাম কান্দিতে কান্দিতে ॥
i
f
h
l |
} |
i |
যত দূর চিহ্ন পান বসন ভূষণ । সেই অনুসারে দোহে করেন গমন ॥
দেখিলেন রাম জটায়ুকে মৃতবৎ ।
পৰ্ব্বতপ্রমাণ পক্ষী যুদ্ধে প্রাণ হত ॥ তাহার নিকটে চলিল দুই জল । জটায়ু তুলিল মুণ্ড জানিয়া কারণ ॥
জিজ্ঞাসিতে পক্ষীরাজ কহিলেন কথা । লঙ্কাপুরে দশানন হরে নিল সীতা ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৫৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
