বিষয়বস্তুতে চলুন

পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ মহাভারত। –ആ 88之 শক্তিং দানভয়ে চ ক্ষিতিধরণলসর্দংষ্ট্রমাদ্যং বরাহম্। দেখি মূৰ্ছাগত হয়ে পড়িলাম ভূমে । জিজ্ঞাসিল যুধিষ্ঠিরে কন্থ বিবরণ। চৈতন্য পাইয়া পুনঃ উঠিলাম ক্রমে ॥ এস্থানে আমরা আইলাম কি কারণ ॥ যুধিষ্ঠির বলিলেন শুনহ কারণ । মৃত্যু-সরোবর এই ধৰ্ম্মের স্বজন ॥ তৃষ্ণায় আকুল হয়ে তোমরা সকলে । আসিয়৷ মরিলে তবে এই মৃত্যুজলে ৷ আমিও আসিয়া মৃত্যু করিলাম পণ । তবে ধৰ্ম্ম বকরূপে দিলা দরশন ॥ ছলনা করিয়া পুত্রে অনেক প্রকারে । শেষে দয়া করি বর দিলেন আমীরে ॥ সেই বরে বঁাচাইয় তোম পঞ্চজনে । আশীৰ্ব্বাদ করি ধৰ্ম্ম গেলেন স্বস্থানে ॥ কহিলাম ভ্রাতৃগণ ইহার বিধান । অতঃপর এই জলে সবে কর স্নান ॥. এত বলি যুধিষ্ঠির ভ্রাতৃগণ সঙ্গে । । স্নান করিলেন সেই জলে নানা রঙ্গে ॥ সেই দিন রহিলেন তথা ছয়জন । পরদিন জন্মেজয় শুন বিবরণ ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ ব্যাy:দেবের আগমন এবং অজ্ঞাতবাসের পরামর্শ । পরদিন প্রভাতে উঠিয়া পঞ্চজন । কৃষ্ণ কৃষ্ণ বলিয়া ডাকেন ঘন ঘন ॥ হেনকালে আইলেন ব্যাস তপোধন । প্ৰণমিয়া ভূপতি করেন নিবেদন ॥ শুন প্রভু গত দিবসের এক ভাষা । এই সরোবরে আমা সবার দুর্দশ । পথশ্রমে পিপাসায়ু হইয়া কাতর } নিকটেতে জল নাই দূরে সরোবর ॥ জল অন্বেষণে ভীমে দিয়া অনুমতি । তাহার বিলম্বে পার্থে দিলাম আরতি ॥ দ্রৌপদী সহিত এই ভাই চারিজন । এই জল পরশিয়া ত্যজিল জীবন ॥ পশ্চাতে আসিয়৷ আমি দেখি সরোবর । শবরূপে ভাসে সবে জলের উপর ॥ আমিও মরিতে যাই সরোবর-তীরে । বকরূপী ধৰ্ম্ম ডাকি বলিলেন ধীরে ॥ ওহে ধৰ্ম্ম হেন কৰ্ম্ম উচিত না হয় । আত্মহত্যা কি হেতু করিব মহাশয় ॥ ঘদি বড় তৃষ্ণাযুক্ত হও মতিমান। চারি প্রশ্ন বলিয়া করহ বারিপান ॥ প্রণাম করিয়৷ আমি কছিলাম তারে : কিবা প্রশ্ন আছে তব বলহ আমারে ॥ প্রশ্ন চারি বলিলেন ধৰ্ম্ম মহাশয় । " যথার্থ উত্তর আমি করিলাম তায় ॥ প্রশ্নের উত্তর শুনি সন্তুষ্ট হইয়া । কহিলেন এক ভাই লহ বাচাইয়া ॥ ভাবিয়া চাহিনু দেহ সহদেব ভাই । বিমাতার পিতৃবংশে জল পিণ্ড নাই ॥ কপটেতে প্রতারণ অনেক করিয়া । জীয়াইয়া দিলেন পশ্চাতে বর দিয়া । ইহা শুনি কহিলেন ব্যাস মহামুনি । যথ। ধৰ্ম্ম তথা জয় বেদবাক্য শুনি ॥ বিদায় হইয়া মুনি গেলেন স্বস্থানে । সেই রাত্রি বঞ্চে তথা ভাই পঞ্চজনে ? আর দিন প্রভাতে উঠিয়া পঞ্চজনে । যুধিষ্ঠির জিজ্ঞাসেন মাদ্রীর নন্দনে ॥ কহ সহদেব ভাই বিচারে প্রবীণ । দ্বাদশ বৎসর গত শেষ কত দিন ॥ আজ্ঞামাত্র সহদেব সাবধান হ’য়ে । গণিতে লাগিল শীঘ্ৰ হাতে খড়ি ল’য়ে । কহিল রাজার অগ্রে করিয়া নির্ণয় । দ্বাদশ বৎসর শেষ আছে দিন ছয় ॥ এত শুনি যুধিষ্ঠির ভাবি মনে মনে । অজ্ঞাত বিধান যে কহেন সৰ্ব্বজনে ॥ সবে জান পুৰ্ব্বে যাহা হইল নির্ণয় । উপস্থিত হৈল আসি অজ্ঞাত সময় ॥

কোনদেশে কিবা বেশে বঞ্চি বৎসরেক ।

নিকটে বেষ্টিত আছে নগর অনেক ॥ f