পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- সভাপৰ্ব্ব । ] igয়ণী সহস্র রাজা আছে বন্দিশালে । তব বজ্ঞ হয় রাজা সব যুক্ত হৈলে ৷ রেঃসন্ধে বিনাশিলে সৰ্ব্বসিদ্ধি হয়। -zটকে যজ্ঞ তবে কর মহাশয় ॥ ক্রেরIসন্ধ জায়ন্তে না হয় কোন কাজ । z::: মারি বশ কর ভূপতি সমাজ ॥ হুইবে অনন্ত জয় সংসার ভিতরে । আমার মন্ত্রণ। এই কহিনু তোমারে ॥ এতেক বলেন যদি কমললোচন । a":"ষ্মর তনয় রাজা, কৃষ্ণেরে কহেন ॥ অনুচিত কহিলা যতেক মহাশয় । গুহ ন; করিলে যজ্ঞ কি প্রকারে হয় ॥ *:"স্ত আচরণ আমি করি যে প্রথমে । পৃথিবা স্বসাধ্য আরো করি ক্রমে ক্ৰমে ॥ পশ্চাতে করিব জরাসন্ধের উপায় । সম মত এই কহিলাম যে তোমায় ॥ ভীমসেন বলেন না লয় মম মনে । প্রথমে মরিব বৃহদ্রথের নন্দনে ॥ তীরে মারি মুক্ত হবে বহু জ্ঞাতিগণ । সঙ্গে বিল্প করে তবে নাহি কোন জন ॥ রঞ্জি হ’য়ে শান্তি ভজে লক্ষমা নাহি পায় । পূবব রাজগণ কৰ্ম্ম কহি শুন রায় ॥ বাহুবলে ভরত শাসিল ভূমণ্ডল । মান্ধাত নৃপতি কর ত্যজিল সকল ॥ প্রতাপেতে কাৰ্ত্তবীৰ্য্যে ঘোষে জগজ্জনে । ভগীরথ খ্যাত করি প্রজার পালনে ॥ শ্ৰীকৃষ্ণ বলেন রাজা কর অবগতি । মেমতে হইবে হত মগধের পতি ॥ সৈন্য সাজি তাহারে নারিবে কদাচিত । অসংখ্য দুর্দান্ত সৈন্য যাহার সহিত ॥ ভীমাৰ্জ্জুন দেহ রাজা আমার সংহতি । উপায়ে করিব হত মগধের পতি ॥ শুনিয়া কছেন রাজ ধৰ্ম্মের তনয় । যতেক কহিলা মম চিত্তে নাহি লয় ॥ মহারাজ জরাসন্ধ রাজচক্রবর্তী । যাহারে করেন ভয় ইন্দ্র সুরপতি ॥ সৰ্ব্বে চ ঋষয়ে হগ্রে কুৰ্য্যদেভিশ্চ চিন্তনং ॥ ఇO) যার ভয়ে জগন্নাথ মথুরা ত্যজিয়া । পশ্চিম সমুদ্রতীরে রহিলেন গিয়া ॥ তোমরা উভয়ে চক্ষু, কৃষ্ণ মম প্রাণ । সঙ্কটেতে পাঠাইতে না হয় বিধান ॥ হেন যজ্ঞে প্রয়োজন নাহিক আমার । সন্ন্যাসী হইয়া পাছে ভ্ৰমিব সংসার ॥ এত শুনি তখন কহেন ধনঞ্জয় । কেন হেন না বুঝিয়া বল মহাশয় ॥ বিনা দুঃখে সঙ্কটেতে নহে কোন কৰ্ম্ম । স্বকৰ্ম্মবিহীন রাজ বৃথা তার জন্ম ॥ এ উপায়ে কৰ্ম্ম যদি না হয় সাধন । পশ্চাৎ করিব। তাই যাহ লয় মন ॥ এতেক বলিল যদি ইন্দ্রের নন্দন । সাধু বলি প্রশংসা করেন নারায়ণ ॥ ধৰ্ম্মরাজ বলেন বলহ নারায়ণ । জরাসন্ধ নাম তার কিসের কারণ ॥ অত বল ধরে কাহার পাইয়া বর। তোম। হিংসি রক্ষা পায় বিস্ময় অন্তর ॥ গোবিন্দ বলেন রাজ কর অবধান । জরাসন্ধ বিবরণ কহি তব স্থান ॥ মগধ দেশের রাজা নাম বৃহদ্ৰথ । অগণিত সৈন্যগণ গজ বাজী রথ ॥ তেজে সূৰ্য্য ক্রোধে যম ধনে ধনপতি । রূপে কামদেব রাজা ক্ষমাগুণে ক্ষিতি ॥ নিরন্তর যজ্ঞ করে অন্য নাহি মন । দুই কন্যা দিল তারে কাশীর রাজন ॥ পুত্রার্থ পুত্রেষ্টি বঙ্গ করে মহাপাল । ন হইল বংশ তার গেল যুবাকাল ॥ আপনারে ধিক্কার করিয়া নরপতি । রাজ্য ত্যজি বলে গেল ভাৰ্য্যার সংহতি ॥ গৌতমনন্দন চণ্ডকোঁiশষ সে ঋষি । পরম তপস্বী তিনি সদা বনবাসী ॥ বহুদেশ ভ্ৰমিয়া নগরে নগরে উপনীত । বৃক্ষতলে রাজা তারে দেখে আচম্বিত ॥ তবে রাজা প্ৰণমিল মুনির চরণ । মুনি জিজ্ঞাসিল রাজ কোথায় গমন ॥