পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃধ্র পক্ষী হয়ে জন্ম লইল ব্লাজন । চজাবতী শুনিলেক এ সব কথন ॥ পিতার বাড়ীতে কঙ্কা গেল দুঃখী মন । জনকেয়ে কছিল এ সব বিবরণ ॥ শুনি নীলধ্বজ রাজা হৈল সচিস্তিত। যুক্তি কৈল রাজ-পুরোছিতের সহিত ॥ যুক্তি করি চাহি তৰে বলিল কম্বারে। স্বয়ম্বর করি পুনঃ বর অন্য বরে ॥ কম্বা বলে হেন বাক্য না বলিঙ্ক আর । & আপনার দেহ আমি করিব সংহার ॥ কৌণ্ডিস্য নগরে যদি না পাঠাও মোরে। নারীহত্য দিব তবে তোমার উপরে ॥ শুনি রাজা ভূত্যগণ দিলেন সংহতি । কৌণ্ডিস্য নগরে পুনঃ গেল চন্দ্রাবতী ॥ শকুনির রূপ কন্যা দেখিয়া স্বামীরে । বিলাপ করিয়া কাদে অনেক প্রকারে ॥ ক্ৰন্দন নিবৰ্ত্তি তবে বলয়ে বচন । কি কারণে ব্রত ভঙ্গ করিলে রাজন ॥ তার ফল ভুঞ্জ তুমি না হয় এড়ান। কেমনে তোমারে আমি পাব মতিমান ॥ . ধৰ্ম্মরাজ করিলেন হেন তব গতি । আজি আমি শাপ দিব ধৰ্ম্মরাজ প্রতি ॥ এতেক বলিয়া জল লইলেক হাতে । }শাপভয়ে ধৰ্ম্ম তথা আসিল সাক্ষাতে ॥ করযোড়ে কম্বা প্রতি বলয়ে বচন । আমারে শাপিতে মাতা চাহ কি কারণ ॥ {তৰ স্বামী চন্দ্রকেতু হেন হৈল মন । ব্ৰত সাঙ্গ দিনে তোমা করিল রমণ ॥ সে কারণে হইল কলুষ অতিশয় । যাহা করি তাহা ভুঞ্জি নাহিক সংশয় ॥ আমার বচনে কোপ কর নিবারণ । মুক্ত তৰ স্বামী হইবে এখন ॥ প্রযুক্তি ত্যজি পুনঃ দিব্যমূর্তি হবে। ক সংশয় আজি স্বামীকে পাইবে ॥ তেক বলিতে স্বর্গে ছুন্দুভি বাজিল । কুনির রূপ ত্যজি দিব্যমূৰ্ত্তি হৈল ॥ Tत्नशङ्कडिुननरककाव्याक्डो দেবরথ পাঠাইয়ু দিল হরপতি ॥ " এত বলি দোছে কৈল স্বর্গে আরোহণ । শুনহ পুরাণ কথা ধর্মের নন্দন ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ অষ্টমীর ব্ৰত মাহীত্ম্যে মুবাহু রাজার উপাখ্যান । ভীষ্ম বলিলেন শুন পাণ্ডুর নন্দন । আর কিছু ব্ৰতকথা শুন দিয়া মন ॥ অষ্টমী নামেতে ব্রত পাৰ্ব্বতী সেবনে । জন্ময়ে অক্ষয় পুণ্য বেদেতে বাখানে ॥ আশ্বিনের শুক্লপক্ষে অষ্টমীর দিনে । শিবদুর্গা আরাধনা করে যেই জনে ॥ । সৰ্ব্বন্ধুঃখে তরে সেই নাহিক সংশয় । ইতিহাস কথা কহি শুন ধৰ্ম্মরায় ॥ কহিলেন পূৰ্ব্বে যাহা ব্যাস মুনিবর। শুনিয়া বিস্মিত মম হইল অন্তর ॥ সেই কথা কহি রাজা কর অবগতি । স্থবাহু নামেতে এক ছিল নরপতি ॥ মহাধৰ্ম্মশীল রাজা ধৰ্ম্ম কৰ্ম্মে রত । ব্রাহ্মণেরে নানা দান দেন অবিরত ॥ বিচিত্র আরাম এক করিয়া রচন । বিপ্রে পূজে দিয়া মাল্য অগুরু চন্দন ॥ এইমত বহুদিন পূজিল ব্রাহ্মণে । দৈববশে কতকালে পিতৃশ্ৰাদ্ধ দিনে ॥ কোটি কোটি ব্রাহ্মণ করিল নিমন্ত্রণ । দিব্য ভোগে সবাকারে করিল তোষণ ॥ যথোচিত দক্ষিণ দিলেন দ্বিজগণে । আশীৰ্ব্বাদ করি সবে গেল নিজ স্থানে ॥ অন্তঃপুরে যায় রাজা ভোজন কারণ । হেনকালে দেখ এক দৈবের ঘটন ॥ সেইকালে এক দ্বিজ স্বদেব নামেতে । যাচ এণ করিল আসি রাজার সাক্ষাতে ॥ | যথোচিত দান মোরে দেহ সরবর। । কালবশে হৈল রাজা ক্রোধিত জ্ঞর a