পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু কিছু পেয়েছিলাম সবইত বদখেয়ালিতে উড়িয়ে দিয়েছি। পৈত্রিক বাড়ী ভূপানাও যাবে—কথাটা ভাবতে প্রাণে লাগে ।” “তা ঠিক”—বলিয়া বিপিন বাবু ঘড়ির পানে দৃষ্টি করিলেন । চেয়ারের উপর একবার এ পাশ একবার ওপাশ করিতে লাগিলেন । যেন একটা অস্থিরতা আসিয়া পড়িয়াছে । নলিনী বলিল—“কি বল, টাকাটা দেবে ?” “অ্যা ?—টীকা ?”—বলিয়া বিপিন বাবু পুনরায় ঘড়ির পানে চাঙ্গিলেন । উঠিয়া দে ওয়ালের নিকট একটা দেরাজ ছিল, সেটা টানিয়া কি যেন কাংড়াইতে লাগিলেন। শেষে তাঙ্গর মধ্য হইতে একখানা চিঠি বাহির করিয়া আনিয়া মনোযোগের সঠিত পাঠ আরস্তু করিলেন । চিঠি পড়া শেষ হইলে ভূত্যকে ডাকিয়া বলিলেন “গাড়ী যোতনে বোলো—রমেশ বাবুকে হুয়া হামারা নেওতা হায় ।” নলিনী এতক্ষণ বিষঃমনে অপেক্ষা করিতেছিল । এই বার বলিল— “বিপিনদী, কি বল ? বাড়ী থানা বিক্রা করে দেন:শোধ করি—বাকী টাকা গুলো বছর খানেকের মধ্যে উড়িয়ে দিই—তারপর অন্নাভাবে ੇ রি করি—সেই কি তোমার ইচ্ছে ?” বিপিনবাবু অন্যদিকে চাহিয়া বলিলেন—“কতটাকা বল্লে ?” “একুশ হাজার টাকা দেনাশোধ করবার জন্তে । আর হাজার চারেক টাক দালালী ব্যবসাটার গোড়াপত্তনের জন্যে দরকার,—এই পচিশ হাজার ।* বিপিন বাবু কেবলমাত্র বলিলেন—“হু ।” নলিনী বলিল—“ভাই, তুমি আমার বাল্যবন্ধু। এটুকু উপকার কি তামার কাছে আমি প্রত্যাশা করতে পারিনে ? ব্যাঙ্কে তোমার কত লাখ টাকা পড়ে পচছে ; চার পাচ পার্সেন্টের বেশী সুদ পাও না । আমার