পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> లి: গল্পাঞ্জলি ক্ষেত্রবাবু বলিলেন—“কি মনে করে ?” রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল—“একটা শ্রাদ্ধের যোগাড় করতে।” তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল । তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বলিলেন—“শ্রাদ্ধটা কার ?” “হরিশ চাটুয্যের মেয়ের–আর মেয়ের মার।" T “তা হলে দুটো শ্ৰাদ্ধ বল । সঙ্গে সঙ্গে আমনি নিজেরটাও সেরে নিলে হয় না ?” “সেইটি হবে না এখন। বুড়ে বয়সে বিয়ে করছ না কি শুনলাম ?” হক নামাইয়া, একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বলিলেন— “করছিই ত। করবনা কেন ? তোমার ভয় না কি ?” রসময়ী চীৎকার করিয়া হাত নাড়িয়া বলিল—“করনা, করে একবার মজাটাই দেখ না ।” “কি করবে তুমি ?” “এই এমন কিছু না । অধিবট দিয়ে সে মেয়ের নাকটা কেটে । দেব—আর বুকে একখানা দশমুনে পাথর চাপিয়ে দেব।” “আর তোমার নাকটা কাণটা কেউ যদি কেটে দেয় ?” “এসনা । কাটনা । তুমি কাট না হয়।”—বলিয়া রসময়ী নিজ কোমরে দুই হাত দিয়া, ঝুকিয়া, নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। . স্ত্রীর এতাদৃশ বিনয় দেখিয়া, ক্ষেত্রমোহন আবার হক উঠাষ্টয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুকিয়া থাকিয়া যখন ক্লাস্তিবোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দঁাড়াইল । বলিল—“তা হলে অশষবটিতে শাণ দিয়ে” శ్రీ